চাই চাই চাই; আমি চাই!
আমি চাই প্রেম; আমি ঐ'
এক অপূর্ব মন; প্রাণ পূর্ণ
চল চল যাই; এক সাথে।
খুব ভাল হ্নদ; আত্ম মূল্য
বোধ স্বপ্ন গড়া; অতি তুচ্ছ।
চাই আমি যেতে; ঐ দীপে
দিক ঠিক ঠাঁক; সূধা ভরা।
নদী টানে স্রোত: হিত চল
আমি চলি যথা; প্রেম ভরা।
পূর্ণ মনে প্রাপ্তি; স্বপ্ন জাগা
চাই নেতা হতে; চাই দেশ।
দেশ প্রেম ভরা; আমি নাম
শোভা নেতাকর্ম; দেশসেবা।
কোন দূর-নীতি নয় এ'ধরা
সাবাভৌমত্ব রক্ষা কবচ রই।
নেতা সেই আমি; দেশ মর্ম
কই জনতা এই আছি পাশে।
থেকো সাথে ঐ' ভোটমাঠে
নেতা রই মোরা সাথী সবে।
আমি জনতা সুখ বুঝি চলো
এক সাথে হাটি ঐ' কেন্দ্রেই।
কোথা নেই সংশয় আমি ধীর
মন বল জনতা ঢেউ সব এক।
চাই জন মন জয় হোক স্বর্গীয়
তবেই সুখ শান্তি দেশপ্রেম চাই।
*******************
বাণী: জীবন চলার পথে চাই নামক অপূর্ব মন যখন সূধা ছড়ায় দেশ জনতা কল্যাণ। দূর করতে অসভ্যতা জনতা শোভা স্বপ্ন পূরণ। বিধাতার বিধান মান্য যেন সুখ বিরাজমান। চাই আমি চাই; সকল মানুষ হোক জ্ঞানী! প্রকৃত দীপ্তমান সুখ তল্লাশী ভরা একক চেতনা মনটি। পাবে তাই এক অনন্য মহানন্দ চাই স্বপ্ন সুধা প্রাপ্তি। দেশপ্রেম চাই সকল বাংলার জনতা।