এতো মায়া বুকটি ভরা হ্নদয় প্রাণ আত্মা
বলি কথা শোন সকল হও মানুষ।
দেখবে জগৎ খানা ভারী সুন্দর এ'ধরাতে
আপন করে জানবে মনে রেখো।
কেউ পর নয় আমরা মানুষ মানবতা মন
শূন‍্য যেখান পূর্ণতা মেলায় দেখো।
সেখান নয় কোন দূষমন দেখা মানুষ প্রাণ
উদারতা উৎফুল্ল বেগবান বিবেক।
কত মানুষকে বলেছি হতে উপযুক্ত মানুষ
সুশিক্ষা কর্মজ্ঞান বিদ‍্যতাপূর্ণ হ্নদয়।
যে রেখেছে কথা শুনেছে হয়েছে সফলকাম
কল‍্যাণে হয়েছি শরীক যতটা সম্ভব।
তারপরও কোথায় যেন সমস‍্যা উপকারীকে
খায় না কি বাঘে এমন সমাজ ব‍্যবস্থা!
যে জন চায় মানব মানবতায় কল‍্যাণ কামী
সেই না মানুষ এতো অকৃতজ্ঞ হয় ভুলা।
তারপর শত ঘাত প্রতিঘাত বেদনা ভোগান্তী
মায়াময় মন প্রাণ হ্নদয়টি হয় চৈইচির।
বুক ভরা মায়া যতটাই পাই যেখান হতে বলি
তবুও মানুষ হও সকল সুশিক্ষা অর্জনে।
দেখবে একদিন হবে কল‍্যাণকামী নিজ সত্ত্বার
ভুল বুঝা আর ভুল চেতনা দু'টিই জানবে।
বুক ভরা ভালোবাসা অনন‍্য মনের আঙ্গিনা সেরা।
আসুক ফিরে সুযোগ এ'ধরা মানূষ চিরসুখ।
তবুও চাই না কারো ক্ষতি দুনিয়া ও আখেরাতের
ভুল বোঝ আমায় তাতে নেই কোনই মানা।
*****************************
বাণী: চলমান