এসো বন্ধু চলো চলি এক সাথে
আমরা ভাল বন্ধু হই।
পড়ালেখা করিবো মোরা উত্তম
ভবিষ‍্যৎ জীবন কল‍্যাণ।

এমন বন্ধুত্ব করতে পারলে এসো
তবেই বন্ধু প্রকৃত জন।
সুসম্পর্ক অটুট রইবে একে অপর
ভিত্তি মজবুত বন্ধনের।

একতাই বল ঐ'মনীষ‍ীর উক্তি সদা
শক্তি মনবল অনুকূল।
অসত‍্য অশুভ দেখাতে হঠানো সহজ
আমরা করবোই জয়।

বিজয় ছিনায়ে নিতে থাকবে না সংশয়
এমন যদি বন্ধু হতে চাও।
এসো বন্দনে আবদ্ধ হই চলতে মনটি
সেই বন্ধুর বন্দন উত্তম।

আমরা করব সমাজ সংস্কার কুসংস্কার
পরিবেশ হবে অতিউত্তম।
কুলশ মুক্ত বিশুদ্ধ পরিবেশ বিরাজ সদা
মানুষ মানবতায় দেখা।।

ভাল লাগবে সুন্দর মনটিতেই পরিবার
প্রতিবেশীরা আপন-পর।
এসো বন্ধু এসো সংকল্প করি কখনো
বিশ্বাসে সিদকাঠবো না।

আমরা বন্ধু বন্দন মন মানসিকতা এক
এমন হলেই দশটি বন্ধুর...
একটি মন তারাই অত‍্যাধুনিক সুসম্পর্ক
সর্বত্রেই বিজয় সমাজত্ব।
***********************
বাণী: জীবন চলার পথ তখনই সুস্পষ্ট। যখন জীবন চলার সাথীরা সুন্দর স্বভাবের হয়ে থাকবে। কোন অশুভ স্বভাব সংঘঠিত হবে না বন্ধুর বন্ধুত্বে। আর সেই সকল বন্ধু এসো বন্ধু নামক অর্থবহ। অন‍্যথায় বন্ধু নাম কলংঙ্কিত।