বন্ধু কে হবে; কেমন করে পরিচয়
বন্ধু তারাই; পড়ার সাথী!
খেলারই সাথী; ভাল পড়া-লেখা
এক অনন্যতা; মুগ্ধ মন।
সুখের পরশ; পেতে অর্জন চাই
সেই পাবে; ওরে বন্ধুগণ।
সুন্দর স্বভাব; সুন্দর চরিত্র গঠন
সত্য বলার; মত বন্ধু চাই।
জানার ইচ্ছা; জিজ্ঞাসা অজানায়
বন্ধুর বুদ্ধি; কাজে চাই।
চলিবো মোরা; এক সাথে আপন
ভূবন এ'ধরা; নিরাপদ বন্ধু।
সেই তারাই; বন্ধুর যোগ্য অর্জন
অপূর্ব মননশীল; চরিত্র!
সেই সুসম্পর্ক; এক মুগ্ধকর যোগ
মন-প্রাণ; আত্মা-হৃদয়।
পবিত্রতা দৃষ্টি; থাকবে প্রখর আলো
প্রজ্জ্বলিত দীপ; ঊষা বিদ্য!
জীবন গড়তে; এমন মানুষ বন্ধুরা
সুসম্পর্ক বন্ধু; বন্ধন স্বর্গ।
×××××××××××××××××
বাণী: বন্ধু সম্পর্ক এক অপূর্ব এক অনন্য অসাধারণ সুন্দর জীবন চলায় সহায়ক। আর সেই বন্ধু যদি ঐ'রকম চরিত্র গুণের না হয়। সেই বন্ধু বন্ধুন কখনোই অটুট থাকে না। যা ভবিষ্যৎ কোন কল্যাণেও আসে না। তাই বন্ধুর হল তারাই যারাই সুন্দর চরিত্র গুণ অপূর্ব মনের টানে চলা ও পবিত্র প্রাণের এক অসাধারণ ভাবনায় বিধাতার শর্ত সমূহ মেনে জীবন মান চলতে পারেন। আর তারাই সফল বন্ধুর বন্ধন কাম্য। অন্যথায় অমূলক।