মানুষ মানুষের জন‍্য কথাটি সত‍্য বটে
মানুষই মানুষকে সহযোগিতা করে।
মানুষ হলেই মানুষ সহমর্মিতা দেখায়
মানুষ নামক জীবন সায়াহ্নে মমতা।

মায়ার বাঁধন মানুষ কামনা করাটাই
বিশেষ দিক বিবেচ‍্য খেলা ঘরতুল‍্য।
কোথায় স্বর্গ-কোথায়-নরক অজানায়
চলছি মানুষ আমরা ছুটে পথটিতে।

আজ আছি তো কাল নেই তবু চলছি
যদি বেঁচে থাকি তাই অর্জন ব‍্যস্ত।
কোথায় কাকে বলি ধন‍্য তুমি ধন‍্য ধরা?
কে এমন রয় এ'দুনিয়াতে ধন‍্য মন?

আমার জানার তেমন বাকী নেই অজানা
ভাল আর মন্দ পথের পথিক মানুষ!
ভাল খুঁজে বেড়ায়; পায় কি ভাল দেখা;
নিজ ভাল না পায় কি করে অমূল‍্য?

নিজ মতন ভাবনা সুযোগ পেলেই লুফে
নিতে বেশ মশগুল মুসকিহাসী সেরা।
এই হল ভাল মানুষ আমরা আশরাফুল
পরিচয় বিধাতার মান‍্য মুখোরোচক!

কাকে বলবো সাধু কে সাধু নয় পৃথিবীর
বন্ধন কথা সব রাজা বাদশা দাম্ভিক।
দেখি কেউ ছোট নয় ধনী গরীব সর্বত্রেই
কত সুখ কত দুঃখ বন্ধন একই কথা।

মানুষ চেনা বড়ই মছিবত যুগ যুগ বসবাস
তারপরও কোথায় কখন কিভাবে চল।
মন যেন এক উত্তাল ঢেউয়ের রাজা দিতে
চাহে পাড়ি সোঁজা আর বাঁকা নয় দেখা।

এই ভাল আর এই মন্দ আপন পর বেশ চল
মানুষ যেন স্থির হতে চায় না অস্তিরতা।
বন্ধন বেশ অবন্ধন দেখা সর্বশান্ত অশান্তি তাই
বন্ধন কথা যথার্থতা পরিচয় মনুষ‍্য শূন‍্যতা।
***************************
বাণী: পর ঠকায়ে ধনী বনা অপর চিত্তের বন্ধন গড়া। হায়রে মানুষ অসভ‍্যতার পরিচয়! কোথায় স্বর্গ খোঁজে; কোথা দেখা আর কোথায় অদেখা। চরিত্র গুণ অসভ‍্যতার চাদর। কি হতে পারে প্রকৃত বন্ধন অনন‍্য রূপ সাগর।