একটি চলমান স্বাধীন রাষ্ট্র পরিচালনায় ভুল
সেই ভুল করে যদি রাষ্ট্রপ্রধান!
জনতার কথা বলে মায়াকান্নায় জনতা ব্লাক
মেইল এক বিশেষ অভিনেতী।

একক ব‍্যক্তিদল এককেন্দ্রী করণ পায়তারা
সেই কি যে এক অভিনব সমস্ত!
রাজ‍্য চিন্তাধারায় ওর বাবার ও ওর দলবল
এতোটাই নোংরা রাজনীতি মন।

জনতার রূপরেখা দেখায় একটা করে আরেক
সেই রাষ্ট্র নায়ক হয় নাকি জনতা?
দীর্ঘ সময় রাজ‍্য প্রশাসন অবৈধ ব‍্যবহার দ্বৈত
দেশের সকলকে সন্ত্রাস আখ‍্যায়িত!

তারাই অপরাধ ঘটায়ে দায়ী বানায় বিরোধীদল
সাধারণ জনতা নিরীহ দলবলরা।
শুধু উনারাই সাধু রাষ্ট্র ধ্বংস আত্মসাৎ গোপন
ভিনদেশ পাচার সব দলনেতারা।

দেশের চরম সময় বাবা করেছিল দেশ স্বাধীন
আপামোর জনতা নিয়ে সাথে।
তাদের কথা ভুলে সব করেছে নাকি তার বাবা
তারাই সমস্ত দেশজনতা এক।

আসলেই কোনো দেশ জনতা নয়তো তার সাথে
ফুঁটানি ফুঁটায়েছিল দেশ রাজ‍্য..
দূস্কৃতকারী প্রশাসন ব‍্যবহার অরাজকতা চালায়
দীর্ঘ শাসন ব‍্যবস্থা একক সিন্ধ‍্যান্ত।

কত শত নিরীহ মানুষকে অকারণ জেলজরিমানা
হয়রাণীর স্বীকার হতে হয়েছে।
দীর্ঘদিন জেলের কাষ্টরীর স্বীকার অন‍্যান‍্য দলবল
ফ‍্যাসিবাদী সরকার ব‍্যবস্থা চল।

তাই তো আর এ'দেশ ছাত্রজনতা মানতে পারেনি
অত‍্যাচার-নির্যাতন-নিপীড়ন-কষ্ট!
গর্জে ওঠে সকল বিশ্ববিদ‍্যালয় সমস্ত ছাত্র-জনতা
প্রথম ইস‍্যু মেধাবী চাকুরী বৈষম‍্য।

যার নাম কোটা বৈষম‍্য সংশোধন আন্দোলন শুরূ
শেষ নয়তো কোনো ভয়ভীতিতে।
প্রশাসন চাপচলে ছাত্র-ছাত্রীদের উপর গুলিও চল
কোনো ভয় তোয়াক্কা নয় জনতা।

গর্জে ওঠে সাধারণ জনতাসহ ঢাকা বিশ্ববিদ‍্যালয়
জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিঃ!
সমগ্র বাংলাদেশ সকল ধরণ স্কুল কলেজ বিঃবিঃ
সরকার পতন স্লোলগান মুখরিত।

রাস্তায় নামে জনতার ঢল আর জনতা স্লোলগান
এই সরকার পদত‍্যাগ একউত্তাল..
সর্বস্তর জনতা যেন এক সকলে মিল একটিফুল
জনতার জোয়ার অনেক বড় শক্তি।

একতাই বল! জনজোয়ার ভয় পলায়োন বহুবিধ
পাশবিক শক্তির প্রয়োগ সরকার।
অধিকাংশ মন্ত্রীরাই গোপনে পলায়নে দেশ ত‍্যাগ
সর্বশেষ নিপাত ঘটে প্রধানমন্ত্রীর।

পদত‍্যাগ ও দেশত‍্যাগ ছড়িয়ে পরে ছাত্র জনতায়
বিশাল জয়ের বিজয় অর্জন পায়!
আনন্দ-উল্লাসে উৎসুক সাধারণ জনতাসহ ছাত্ররা
গণভবণ-সংসদভবণ-প্রবেশ উল্লাস।

যেন এক অভিন্ন বিজয় মুক্তি মিলেছে বাংলা মুখ
বাংলা মায়ের শত হাজার কোটিরই..
সন্তানদেরই দীর্ঘ সময় নির্যাতন নিপীড়ন মুক্তির
তাইতো আকাশখানা পেয়েছে প্রশান্তি।

কলংঙ্ক মুক্ত হয় দীর্ঘদিন ঘুণেধরা রাজ‍্য পরিচালনা
একঘেয়েমী অসভ‍্য অরাজনৈতিক হতে।
দেশের চরম মূহুর্তে ছাত্র-ছাত্রীর এই পদক্ষেপকে
সাধুবাদ জানানোসহ শহীদ ছাত্র-জনতা...
প্রতি বিনম্র শ্রদ্ধা ও হাজার সালাম যে সম্মান রাষ্ট্রীয়!
*******************************
উৎসর্গিত: কবিতাটি এই দেশ বাংলার ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনতার বিশাল আত্মঃত‍্যাগ, রক্ত, আহত, পুঙ্গত্ব বরণ করেছে। তাদের মঙ্গল কামনায় শ্রদ্ধার সহিত উৎসর্গিত করা হল।
*************************************
বাণী: জনকল‍্যাণে গণতন্ত্র চর্চা। সেই স্থলে ফ‍্যাসিবাদ সরাকার ব‍্যবস্থা কোনো অবস্থাতেই কাম‍্য। এর ব‍্যয়িত ঘটালে নিজস্ব ইজ্জ্বত, দলবলসহ গুণি দেশ বরেণ‍্য পিতা-মাতাও ব‍্যাপক মান-ইজ্জত ক্ষতিগ্রন্থ হয়ে থাকে। ঐ'রকম অনৈতিক ফ‍্যাসিবাদী খলনায়ক একক শক্তি প্রয়োগ চিন্তা-চেতনা ভবিষ‍্যৎ ভয়ংকর বিপদ অগ্নিখেলার সামীল। যা জনকল‍্যাণ দল আত্মঃপ্রকাশ জনতার সহিত চরণ আত্মঃঘাতি অপরাধ। সময় কথা বলে শেষ মেষ পালানোর পথও খুঁজে পেতে সংশ্বয়।