নতুন বাংলাদেশ সেঁজেছে আন‍্য রকম
অনুভূতির ছাত্র-সমাজ-সাধারণ জনতা।
তাই তো বিজয় যেন এক অনুভূতি!
প্রতি বৎসর বিজয় মাস আসে বাংলায়
স্বাধীনতা কাকে বলে কেন স্বাধীনতা?

কখন একটি দেশ-জনতা স্বাধীনতা চায়
সেই কথাটির অর্থবোধ দ্বয়ের মাপণ!
অনুধাবণ অনুস্মরণ প্রবীণ হতে ইতিহাস
নতুনরা জানবে শিখবে ঘটনার সত‍্য।
দেশ-বৈদেশ-আপন-পর-শত্রু-মিত্রদের
দেশপ্রেমে থাকবে মাতৃত্ববোধ শক্তি।

মহত্ত্বতারই পবিত্র হ্নদয়াঙ্কন প্রাণে গেঁথে
শত কষ্টার্জন অর্থ সংসার জীবনটিতে
আসবে ঝরঝঞ্জা হাজারো রকম জীবনে
সব কিছুরই উর্দ্ধে আমার জন্মভূমি!
ভালোবাসী বাসবো এই অর্জিত স্বাধীনতা
বাংলা বাংলাদেশকে একনিষ্ঠ‍্যতায়।

সংসার ভেঙ্গে থাকবে যা মানুষ মানুষের
ভাল লাগা না লাগা মন গড়মিলে।
বিরহ থাকবে বেদনা থাকবে তাই বলে
দেশপ্রেম কখনো ভাগ হবে কি?
দেশ পরিচালনায় সকল বিচ্ছেদ একমত
থাকবে না দ্বিধা-দ্ধন্দ কখনো।

দলমত নির্বিশেষে আমরা সকল বাঙ্গালী
বিজয় সুরক্ষা সার্বভোমত্ব রক্ষা!
কাঁধে-কাঁধ দেশপ্রেম একতা অনন‍্য শক্তি
আমরা করবো জয় বিজয় অটুট।
সেই অনুশাসন নিজ মন প্রাণ আত্মাতেই
সদা-সর্বত্র প্রজন্ম হতে প্রজন্মরা..

সুশিক্ষায় ব্রতঃধীর মনোবল ইতিহাস এক
চিরসত‍্য প্রকাশ নয় বিকৃত দোসর।
দোসররা হোক সেই নিজ দেশ বা অপর
দোসর হতে দেশ-বৈদেশ লাগে না।
ওরা এমনই মন-মানসিকতা পরিচয় দেখা
ওরা চেনে না নিজ গর্ভধারিণী মা!

না চেনে নিজেকে না দেশ ও দেশ জনতা?
তাই তো দেশ প্রেম দেশাত্মবোধক!
অপূর্ব জাতি আরা হব বাংলার অভিন্ন সুখী
সকলেই আমরা একে অপর প্রতি।
এই দেশ ও দেশ স্বাধীনতা অর্জনে সকল
শহীদের রক্তের দাম সুরক্ষায় এক'

আমরা বাংলার আপামোর জনতা সহমত
জীবন বিনিময় কোন সংকোচ নয়।
তবে যেন একটি একতা বদ্ধ জাতি তৈরি
একতাই বল দশের লাঠী মনোবল।

কেউ তখন হারাতে পারবে না সুখ ঠিকানা
দেখবে যারা করেছে দেশ খেলা।
ঐ'সকল জাতিরা এক সময় টেঁকিনী ধরা'
অন‍্যায় করে কখনো সফল হয়নি।

পরিনতি দেখা মিলেছে সময় পর্যন্ত পায়নি
দু'টি বলে যেতে ভাল মন্দ আপন!
কত ক্ষমতা ছিল কত বাড়াবাড়ি যৌলুস ঐ'
সব ফেলে প্রাণ ভয়ে পলায়ন কেন?

ওরে আমার বাম পায়ের মেয়েলি কথা রম‍্য
সেই ভাবনা মনে পড়ে গেলো আজ।
এমন কোন কর্ম করিবো না জীবন চলাপথ
যেন নিজ ক্ষতি না করি অপর প্রতিও।

তাই বিজয় অর্থ উল্লাস নয় বিজয় অর্থ স্মরণ
চলমান প্রজন্ম নতুনরা শিখবে সেই..
দেশপ্রেম কাকে বলে কেন স্বাধীনতা দরকার?
স্বাধীনতা আগমন প্রতিটি বৎসর।