সময় যে কথা বলে সেই  সময় এখন
সময় কথা বলা সুযোগ সৃষ্টি হয়েছে!
দূর্নীতি-দূ'সাহস-ঘুম-খুন-ভয়-ভৃতির
আয়না ঘর। রেষারেষীরই নিপীড়ন।

ছাত্র-জনতা নিপাত করে স্বৈরাশাসন
দেশ যেন মুক্তি পায় মুক্তিকামী!
মুক্তিযোদ্ধারই কষ্টার্জিত বাংলাদেশ
হাসছে মুক্ত আকাশখানায় বাংলা।

মানুষ ও আকাশ একাকার দীর্ঘনিঃশ্বাস
নিচ্ছে এ'ধরণী গাছপালা পশুপাখি!
নদী-নালা-খাল-বিল-হাওর-বাওর এক
সমতায় সমতল প্রকাশ অভিন্নতায়।

বৈষম‍্য-ছাত্র-জনতা শক্তি প্রতিবাদ মূখর
হঠাও হঠিয়ে দেশ ছাড়া করলো শত্রু!
দেশ পেল অনন‍্য শোভায় ভরা মানুষ প্রাণ
ওরা কান্না করে বরবরতার স্বীকারেই।

আজ আর ঐ'দেশদ্রোহী আকাশখানা ভারী
নেই, রাজনৈতি রোষানল শেষ মুক্তি!
দেশ-দেশ জনতা মুক্ত মুক্তিকামীরা সর্বত্র
এমন করেই স্বাধীনতা লাভে বাংলা।

সেই বাংলার মসনাদে আবার কোন দাগী
কমবেশী আসামীরা আসুক রাষ্ট্রভার...
দায়িত্ব পালনে এমন দেশদ্রোহ শত্রুরা না
পারে কোন অবস্থাতেই সুযোগ গ্রহণ।

দিবে না কেউ কোমলমতি ছাত্র সমাজরা
জ্ঞানীগুণি বুদ্ধিজীবি কবি সাহিত‍্যিক!
নাট‍্যকর্মী আভিনেতা-নেত্রী মিডিয়া সমস্ত
ঘৃণা করা উচিৎ সব ধরণ অপশক্তি!

নতুন করে সাঁজবে এই দেশ বাংলাদেশের
অপরূপ শোভায় ভরা স্নিগ্ধতার দেশ।
সত‍্যই প্রকৃত মুক্তিযোদ্ধারা স্থান পাবে এক
অভিন্ন প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকায়।

শিক্ষিত লোকের মর্যাদা গুণিজন প্রাপ্তি পাবে
রাষ্ট্রীয় সুনাগরিকের মর্যাদা সম্মান।
রাষ্ট্রও পেতে সম্মান দেশপ্রেম সুনাগরিক চায়
পঁচা-গলা-গন্ধ বাদ; এখনই সময়...

দেশকে নতুন সাঁজাতে সুশিক্ষা সত‍্যের পূজারী
বৈষম‍্য এই দেশ উত্তম ছাত্র সমাজ!
তবেই দেশ পাবে এক অনন‍্য পরিবেশ নিরাপত্তা
জনতা পাবে অধিকার বসবাস কর্ম।
***************************
বাণী: অপরাধীদের অপরাধের মধ‍্য দিয়েও কিছু ভাল কাজ হতে। তবে তা ক্ষীণ! কল‍্যাণ চেয়ে অকল‍্যাণই বেশী হয়ে থাকে। যা তাদর স্বার্থ সিদ্ধিরই অপর কারণ। সেই জন‍্য কোনো প্রকার অপরাধী রাষ্ট্র পরিচালনা জনগণকে প্রশ্রয় না দেওয়াই উত্তম। সেই যেই হোক না কেন!