ওহে বিশ্ব নবী
সে যে আখেরী নবী
আমাদের পিয়ার হাবিব
ওহে মুহাম্মদ (সাঃ)।
তিনি যে শেষ নবী ও রাসূল? সাঃ)
মানব কূল চরিত্র দীক্ষা!
মহা মানবতার উজ্জ্বল নক্ষত্র
তিনি না এলে এ'ধরায়
আঁধারে ডুবিত সব-ই।
তিনার জন্ম যেন মানব কল্যাণ
বিধাতার এক অভিন্ন দান!
আজ ১২-ই আওয়াল বৃহস্পতিবার
হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জন্মদিন।
৫৭০ খ্রিস্ট্রাব্দ মদিনা নগরীর মক্কাশরীফ
হিরা পর্বত গুহায় ক্ষণজন্মার ভূমিষ্টতা।
দয়াময় বিধাতা কি না পারেন।
সৃষ্টিকূল রক্ষা বিশেষ দৃষ্টান্ত তরে।
সেই তো আজ পালিত প্রতিটি ঘরে ঘরে
নবীজির শুভ জন্মদিন অনুস্মরণে।
হ্নদয় মাঝে যে জনেরা ধারণ করে
ইয়া রাসূল ইয়া নবী (সাঃ)!
ঐ'দীক্ষা অনুস্মরণে সঠিক পথ চলে
কোন মানুষের জীবন কখনো বিফল নয়।
সফলতা অবধারিত সত্য-নিষ্ঠা জীবনটি
হে আল্লাহ্ দান করো সুহমান মর্যাদা তাঁকে
তিনিই আপনার পিয়ার হাবীব ও প্রিয় নবী!
হযরত মুহাম্মদ (সাঃ) নবী ও রাসূলকে।
দোয়া কবুল করো তিনার মাধ্যম ক্ষমা করিও
আমরা মানব জাতিকে। তোমার রাসূল এর
মতন চরিত্রগুণ কর্ম-দক্ষতা সততা ন্যায় পরায়ন।
ন্যায় বিচারক সুমহান মর্যাদা দান করিও
নিজ কল্যাণ তথা দেশ-দশ জনতা কল্যাণে।
শুভ জন্মদিন শুভকামনা জানাই অন্তর হতে
মর্মে মর্মে আন্তরিক দীক্ষা জাগাই মানবতা জীবন।
নিজ গুণ কর্মফল ভোগ সুফলা অনিন্দনীয়।
আমিন আমিন আমিন বলি আজিকের এই দিনে
পিয়ার হাবীব নবী ও রাসূল (সাঃ) প্রতিটি ক্ষণ।
তাই তো ঈদে মিলাদুন নবী স্মরণে সারা জাহান।
****************************
বাণী: সততা সভ্যতা চিরসত্য অনিন্দনীয় সভ্যতা বিকাশে অনন্য হযরত মুহাম্মদ (সাঃ)। তিনিই মহামানব ও মানবতার প্রকৃত সুন্দর জীবন বৈশিষ্ট্য প্রনেতা। আল্লাহ্র অশেষ রহমত ও দয়া বরবর জাতিকে সুশিক্ষা লাভ ও স্বাভাবিক জীবন বিধান পেতে অকূতভয় প্রিয় নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সাঃ)। তাঁর শুভ জন্মদিন স্মরণে বিনম্র শ্রদ্ধাজ্ঞপনে বিধাতার নিকট কৃতজ্ঞতা জানাই।