যে জন করেনি কখনো কোন অন্যায়
সকল তরে ভাল আর মন্দ জনাদের
কল্যাণে নিবেদিত মন-প্রাণ-হ্নদয়টি
সেই জনাকেই করে যারা ভিটেছাড়া!
কর্মহারা বদনাম রটনায় সুনাম ক্ষুন্ন
তাই বলে কি শয়তান-বদমাহিশদের
অত্যাচারে ক্ষিপ্ত মাথা গরম হতবুদ্ধি
অবিবেচক অন্ধকার জগৎ ভাবনায়।।
ভুলে যাওয়া যাবে না কোন অবস্থায়
বিধাতাই যে একমাত্র ভরসা এ'ধরা!
দূষ্কৃতকারী ওরাই দলভারী জয় পায়
এমন ভাবনায় দিশেহারা অজ্ঞতায়।।
বিধাতারই বিধান বলে রয়েছে কথা
বিপদে মোরা ধৈর্য ধারণ করণ সত্য!
এ'সত্য সভ্যতার বিকাশ একমাত্র ঐ'
উপর আল্লাহরই দয়া আর রহমত।।
দলবলেরা সঙ্গবদ্ধতা করেছে ক্ষতি
তাতে কি? তাই বলে কি হতাশায়
মন খারাপে প্রকৃত মনুষ্য হতে হবে
শয়তান দল ভূক্ত বদমাহিশ সঙ্গের?
না না না! কোন অবস্থাতেই নয়'তো
সঠিক ব্যক্তি সত্য নিষ্ঠার প্রতি চল!
অবিচল সারাটি জীবন প্রতিটি মূহুর্ত
একমাত্র আল্লাহই ভরসা নির্ভরশীল।
বিপদ আসতেই পারে, ধৈর্য ধারণই
একমাত্র উত্তোরণ উপায় আল্লাহকে
মন-প্রাণ-হ্নদয়-আত্মা-একত্র ডাকা
হে আল্লাহ্ কখনো কোন অন্যায় নয়!
করিনি কারো সহিত সেই মন হতেই
বলছি এই রকম হঠাৎ শয়তান দলরা
বিনা কারণেই তাদের অপরাধ জগৎটি
ভারী করে লুটেপুটে খাবে বলে বিপদ..
ঘটিয়ে মুচকী হাসে দলবল নিয়ে কহে
কত কথা মনে হয় দেখা ওরা ভাজাটি
মাছ উল্টায়ে খেতে পারে না। ওদেরই
মত ভাল মানুষ হয়কি এ'প্রতিষ্ঠানটি'র?
প্রকৃত পক্ষে ঐ'সকল বদমাহিশরা সংঘ
-বদ্ধ গুটি কয়েক লোক। তাদের ভয়েই
দিশেহারা অনেক মালিক হতবুদ্ধি সুউচ্চ
-তর কর্মকর্তাসহ সহকর্মীরা অনেকেই।
ঐ'দেখা চোরেরা লুটেপুটে খাচ্ছে তবুও
মালিক এতো অন্ধত্ববোধ অসাধু দলরা!
গোপন রাখছে সব ধরণের অপরাধ মুখ
একশ্রেণির অসৎ সিনিয়র কর্মকর্তা ছদ্ম।
ওরা একত্রে গাইছে গান মুখোশধারী ধূর্ত
মালিক হল শিয়ান ঘুঘু বোকা হাদারাম!
কে কোন গীতগাঁয় পিয়ন কথায় তালদেয়
রক্ষককে চাকুরীচ্যুত করার ভয় দেখায়।।
ঐ'দিকে চোরেরা খুব খুঁশি ফুরফুরে মুখ
মুচকি হাসে মুখটি চেপে দলে দলে গপ্প!
ঐ'সকল বেঈমানেরা দিলো পরিশেষেই
কারখানাটি ধ্বংস করে শ্রমিক অসন্তোষ।
কর্মঠ কর্মদক্ষ কর্মকর্তা সৎ ও যোগ্যতা
বলিয়ানে নামমাত্র যৎ-সামান্য সুযোগ-
সুবিধার মধ্য দিয়েই গড়ে তুলে ছিলাম
স্বর্গ। পাপী-ধাপী সকলকে নিয়ন্ত্রণ করে।
ছয়টি বৎসর ছিল বিভিশিখাময় একটি
অসাধারণ অভিজ্ঞতা। হারামী মানুষেরা
আছে দুনিয়াতে। তবে ওদের মত হারামী
আছে কি না সন্দেহীত ভাবেই প্রমাণিত।
ওরা ওদের চুরিরই আক্রোশ মেটাতে না
পারাতে ভাল মানুষ ও কর্মকতাও বটে!
নিজেরা বারংবার চেষ্টা করেছে প্রাণটি
একেবারে শেষ করে দিতে। সেই ব্যার্থ!
পরিশেষে শ্রমিক আন্দোলন নাম কেন্দ্র
করে ওদেরই মদদ গণনা ছয়/আট জন!
শ্রমিক বিনা দোষে লিপ্ত করেই ক্ষেপিয়ে
তুলে প্রাণে মেরে ফেলতে হামলা চালায়।
আল্লাহর এতোটাই রহমত ভাল কর্মফল
রক্ষা করলেন তিনিই! প্রাণটি তাই আজ
জীবিত। আল্লাহর প্রতি আরো বিশ্বাস হল
সত্যই আল্লাহ্ই রক্ষাকারী একমাত্র আমার।
হে আল্লাহ্ তোমারই উপর বিচার দিলাম
ঐ'সকল শয়তান দলটিকে সঠিক বিচার
করিও। এমন বিচার করিও হেদায়েত যেন
পায়! মানুষ মানুষের শত্রু এটা কাম্য নয়!
এই সমস্ত কর্মকান্ডই প্রকৃত মানুষকে বলে
দেয় আল্লাহই একমাত্র সঠিক ও নির্ভরশীল।
এমন ছায়া-মায়া-স্থাল-অন্য আর কোথাও
নেই। অতুলনীয় আত্মঃনির্ভরতা সহায়ত্বতা।
**************************
বাণী: একশ্রেণীর চোর মানুষ নাম! ওরা যোগ্যতার বাহিরে ভালো সুযোগ সুবিধা পেলেও। কখনো ভাল মানুষ হতে পারে না। অপর দিকে চুরিও বন্ধ করতেও পারে না। অসদ্ কর্ম এমন একটি অভ্যাস! যা ত্যাগ করতেই পারে না। যার ন্যায়, সংঘবদ্ব হয়ে ওদের অসদ্ কর্মে যাদের মনে করবে বাঁধা! তাদের প্রাণ ন্যাশপর্যন্ত দ্বিধাবোধ করে না। ওদের ধর্মকর্ম শুধুই মুখোশ পড়া ছাড়া আর কিছুই নয়। ঐ'ধরণের অসাধু লোকজন হতে সর্তক থাকাই উত্তম।