মানুষ যদি হতে চাও; সুশিক্ষা অর্জন করো!
জ্ঞানী হতে শেখো; তবেই নিজকে চিনবে।
যখনই নিজেকে চিনবে; তখনই বুঝবে কে?
প্রকৃত মানুষ কাকে বলে, এ ধরণীর মানুষ।

যোগ‍্যতা অর্জন রইবে অসাধারণ অনন‍্য মন
গড়বে জীবন সুন্দর সুখ সাধনা বুঝবে তবে।
ধন‍্য করতে পারবে জীবনটাকে পুষ্প পরিপূর্ণ
সোহাগ আহলাদ সবই দেখা সর্বত্র যোগাবে।

যা না আশা তার চেয়ে অধিক পাবে দেখবে
সুন্দর সভ‍্যতা ধর্ম পালন সমেত পালনীয়।
এই পৃথিবীর উত্তমতা দেখা মিলবে জীবনে
অযোগ‍্যতা মন কোন মত জীবন চলমান রয়।

পরাধিনতা পরবাস আসবে কি না জীবন ভর?
সুখের নাগল কখনোই মিলবে না এ'ধরণীতে।
নিজ পায়ে দাঁড়ানো তো দূরের কথা দেখবে
জীবন কতটাই বোঝা এ'দূয়ার ঐ'দুয়ার ঘুর!

পাক খেতে অসহায়ত্ব মন চাহনী জীবন মন
প্রাণ দেখা দিবে অপূরণীয় অভাব হতাশাচল।
তাই তো বলি পরগাছা মন মানুষ পরনির্ভরতা
শূন‍্য ঘর পশুপালন শুন‍্য আশা ভরসা অর্থহীন।

সেই জীবন পরনির্ভরতা কখনো কাম‍্য নয়তো
মানুষ নাম জীবনবোধ মানবতাবাদীতায় বিঘ্ন।
সেই জীবন কাম‍্য অর্জনে ব্রত: পরাধীনতা নয়।
****************************
বাণী: প্রকৃত মানুষ হতে জ্ঞানার্জন আর নিজকে চিনতে পারা। তবেই খোদার ঘর আর অর্চনা মর্ম বোঝা। আর সেই মত জীবন যাপন কর্ম ধর্ম পালন অনন‍্য জীবন পরগাছা নয়তো কাম‍্য। এক বিধাতায় মনোনিবেশ সেরা। যা নিজপায়ে চলার সামিল। আর ঐ'সকল মানুষেরাই সুন্দর জীবনবোধ মানুষ। অন‍্যথায় অর্থ জীবন চলমান মানুষ ছাড়া আর কিছুই নয়।