বুদ্ধি আর বিবেক এককথা নয়
বুদ্ধি আছে বিবেক নেই!
ভার-সাম‍্যহীন জীবন মন মানুষ
বুদ্ধির ঢেঁকি অবিবেচ‍্য!

এতোটাই বুদ্ধি মানুষ তার চৈতন‍্য
আলহাদুল্লাহ্ লেখা প্রচার।
তাঁজা গাছ বডিতে পেরেক পিটায়ে
লটকায়ে বেশ খুঁশি মনুষ‍্য!

দেখেন সভ‍্যতা প্র্রসার ধার্মিক বিধান
মান‍্য কতটাই সতর্ক সাবধান।
ছওয়াবের আশায় ধর্মপ্রচার ব‍্যস্ততায়
মন-নিবেদিত অবুঝ ভাবনার।

জীবন্ত গাছ দেয় অক্সিজেন আসবাবপত্র
সাঁজ ঘরবাড়ি ভূমিকা প্রাকৃতিক!
ভারসাম‍্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালনে
এক অভিন্ন ফলফুল পুষ্টিগুণ ভরা।

সবটুকু বিলায়ে দেয় মানুষ বিলাস কল‍্যাণ
সেই গাছকেই করে আঘাত মানুষ!
ধর্ম প্রচারে ছবাব হবে ভেবে দোয়া লটকায়
জীবন্ত গাছটিতে পেরেক পিটায়ে।

দোয়া অনেক মূল‍্যবান তাই বলে কি বিধাতা
মানুষকে বলেছেন জীবন্ত গাছে ঐ'
রকম করে পেরেক পিটায়ে পথচারী পড়বে
ছওয়াব হবে সেই চেতনায় ঐ'কর্ম!

দেখেন আমরা মানুষ কতটা বিবেচ‍্য বিবেচক
একটি জীবন্ত গাছকে আঘাত করে!
দিন মাস বছরের পর পেরেক পিটায়ে রেখে
কোন বুদ্ধির ঢেঁকি হতভম্ব হদসছাড়া।

বিচার-বিবেচনা-সদ্-ব‍্যবহার-মন-প্রাণ-আত্মা
কোথায় রেখে দিশেহারা চৈতন‍্য উদয়!
ঐ'রকম কর্ম করবো না মানুষ আমরা কেহই
জীবন্ত উপকারী গাছকে আঘাত আহত।

মানুষ হিসাবে ঠিক নেই কোন মতেই আঘাত
বিনা কারণে বন‍্য-প্রাণী জীবন জন্তু...
জড়-বস্তুসহ সকল কিছুই নিরাপত্তা কাম‍্য মনুষ‍্য
বিবেক বিচেনার অপরিহার্য মানবিক।

তবেই মানুষ সভ‍্যতার সুবুদ্ধির অপূর্ব বিবেকবান
চলমান...