আমার মনের মধ্যে অনেক কষ্ট জমা
না পারছি প্রকাশ করতে না রাখতে।
কাকে বলবো কে আছে আপন জ'না
আমার ভাইকে যারা করেছে নির্যাতন
নির্বিচারে আঘাত দু'টি চোখ বেঁধেই।
তাও আবার পিছন দিক থেকে হায়'রে
শরীরে দিয়েছে নালসে পোকা কামড়!
ঐ'রকম করেই শাস্তি দিয়েছে কে জানি?
সমাজ বড় আস্তাগাড়ল বলতে দ্বিধা!
পরিবার ভূক্ত যাদের আমরা বংশ বলি
ওরাই চাচারা পিতার আপন ভাইদল।
বংশ পরিচয় রক্ষা ওদের মুখে বড় বুলি
নাম ডাক বেশ প্রচার ওরা ভুলে যায়।
অতি দ্রুত মুখোশ পড়তে পারা অমানুষ
সমাজে চায় সুনাম ছড়াতে প্রতিজন।
আমি কি ভুলে গেছে সেই সমস্ত ইতিহাস?
প্রশ্ন আমায় বিদ্ধ ওদের দেখা সর্বক্ষণ।
এমন মানুষ ওরা না আছে সুহ্নদয় না মন
সেই তারাই ধ্বংস হবে তো পরিবর্তন নয়!
না স্বভাব; না চরিত্র; না সভ্যতা; না মন;
কি করে করবো ওদের শায়েস্তা বলা দায়।
আমি যে বড়ই একা; বড় একা এ'সমাজে
যাদের চেতনা জাগ্রতে করেছি মানুষ সেই!
তারাই ঝামেলা পছন্দ করে না ঐ'ঝামেলা
দেখেনি মা-ভাইকে অত্যাচার তাই অজানা।
শত্রুদের সাথেই করেছে সখ্যতা আমি একা
আমি যে সত্য-নিষ্ঠা প্রকাশে অনড় এ'ধরা!
কাকে বলবো কি করে মনের কথা কে রয়
এই দুনিয়া কে আপন আর কে পর অজানা।
শুধুই আমি চিন্তা করে আজও দিশেহারা
যাদের বিপদে কেউ যখন ছিল না পাশে!
আমিই ছিলাম মানুষ করার অভিনব প্রত্যয়
ধীর চেতনা মনোবল আত্মঃবিশ্বাস ওদের!
মানুষের মত মানুষ করবো সেই দীক্ষা মনটি
শত অর্থকষ্ট আঘাত শত্রু হতে আগলে রাখা।
সাবধানতা অবলম্বনে সর্তক সজাগ সচেতন
বলিদান সব মিলায়েই আমি ছিলাম অনড়!
ওরা একদিন মানুষের মত মানুষ হবে দুঃখ
করবো জয়। মায়ের গ্লানি বড় ভাইয়ের ঐ'যে;
সেই নির্যাতন কথা প্রতিশোধ চাই না তবে
চাই শিক্ষা দিতে প্রকৃত ভাল মানুষ পরিচয়।
ওদের নিয়ে সকল আশায় বালুচূড়া ভাবনা
শুধুই গেছে আমার অর্থ শ্রম ওরা যে কতটা!
অকৃতজ্ঞ তা আর আমি ব্যতিত অজানা সব
সেই হতেই আমি ব্যর্থতার গ্লানি বিরহ হ্নদয়।
নিজ যোগ্যতা নিজকে তৈরি করতে না পারা
বড় ব্যর্থতা আজ বোঝা যাচ্ছে হাড়ে হাড়ে।
**************************
বাণী: বেঈমান যখন নিজস্ব রক্তে ছড়িয়ে পড়ে। তখন ঐ'বংশ ধ্বংস করতে আর তৃতীয় কোন পক্ষ অমানুষ দরকার হয় না। নিজেদের মধ্যেই তা মূল কর্ম অস্বীকারে ব্যস্ততায় শুধু ভুল বুঝাবুঝির দায়ে অপ্রিয় কৃতকর্ম ঘটাতে থাকে। যারন্যায় সুসম্পর্ক বিনষ্ট করে অভিনব ঘটনার জন্ম দিয়ে রক্তের সম্পর্ক বিলিন হতে থাকে। যা মূল পরিবার পরিজন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে থাকে। যা আর কোনো রোধ করা সম্ভব হয় না। এই ভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃত পরিবার সুরক্ষায় গঠন আসল মানুষ মন মানুষদের দীক্ষা শক্তি।