সত্যই মানুষ মানুষেরই জন্য
যেখানেই যাই না কেন!
সেখানেই মানুষেরই শনে কর্ম
কতকথা গল্প-স্বপ্ল মনটি।
পরম পূজারণী মানবতা মানুষ
মনুষ্য বিকাশ বিলাপ হ্নদয়।
প্রশান্তি পেতে মানুষ সঙ্গ নেয়
বিনয়ী প্রিয় সুন্দর সদালাপণ।
কাকে কার সহিত কখন জানাই
বিনয়ী মানসিকতা পরিচয়?
বিনয়ী হলে বোকা মন বলে অবুঝ
বিনয়ী না হলে ধর্মীয় অমান্য!
কি যে সদয় সমস্যা অজানা বিদ্যা
ভাঙ্গা-গড়া এই দুনিয়া সর্বত্র!
কোথায় স্বর্গ-নরক ভাবনা রয় কি?
মানুষ মুখে বলি ধর্ম কথা; প্রকৃত?
এমন মানুষ রয় সর্বগ্রাসী সর্বনাশা
ভাল মানুষকেও রাখে না ভাল!
কোথায় কেমন করে বিনয়ী চলমান
এ'ধরণী চলাচল সুন্দর ধরণীটি।
*********************
বাণী: মানুষ প্রকৃত জীবন সাধ গ্রহণে ব্যর্থ হওয়ার একমাত্র কারণ। সেটা হল মানুষ নিজ ভাল না অপর কেউ ভাল থাকতে দিতে না পারা।