বিধাতার বিধান আনতে হয়
মানতে হলে জানতে হবে।
জানতে হলে জ্ঞান অর্জন শ্রেয়
বিধাতা হল ঐ'শরিক বিদ্য।
তিনিই করেন অপূর্ব জ্ঞান দান
সুশিক্ষা সুপ্তপ্রতিভা বিকাশ।
এমন করেই বিশ্বাস আত্মমর্যাদা
তৈরি প্রাণ মন হ্নদয় আত্মা!
ঐ'রুপ ঐ'শৈর্য প্রতিপত্তি বিধাতা
দেন কপাল গুণ পূর্ণতা শোভা!
যে জন অপূর্ব চেতনা সুন্দর মনে
গ্রহণে রয় এক অনন্য সুখমন।
সে জন হয় মুগ্ধ অনুশাসন বিধাতা
মানুষ যখন প্রকৃত জ্ঞানী হয়।
তখন সেই মানুষেরাই পেয়ে থাকে
অপূর্ব অনন্য সুন্দর জীবনমান।
বিধাতাকে যে সকল মানুষেরা অচেনা
ওরা মানুষ নয় অমানুষও বটে।
সুখের পরশ পেতে সুখ কামনায় ব্রত
এমন মানুষ সকল বিধাতার দান।
যত সময় বিধাতা ভক্তি সভ্য মানুষ
হবে না তৈরি ততো সময় অবুঝ।
মানুষ হল সুন্দর জীবন বোধ মন্যুষত্ব
এমন মানুষের জীবন কাম্য প্রাণ।
পথের মানুষ ও বিধাতার সৃষ্টি বিলাস
জীবন অর্থকড়ি ভরপুর মানুষেরাও।
বিধাতাকে জান আপন করে ভাবনায়
জ্ঞানের আলো প্রস্ফুটিত জীবন।
পাবে সেই সকল মানুষ আমরা এ'ধরা
তবেই শান্তি সর্বোত্র বিধাতা খুঁশি।
পেয়ালা ভরে দেয় আপন মনটি দিয়ে
সেই সুখ সাধনা অটুট থাকে দিব্বি।
************************
বাণী: খোদা প্রেমে ব্রত মানুষেরাই উত্তম মানুষ। অন্যথায় কখনো সঠিক মানব মন প্রাণ হ্নদয় পবিত্রতা পেতে পারে না। বিধাতার দয়ায় আমরা মানুষরা বেঁচে থাকি। আর প্রকৃত বাঁচা হল সত্য নিষ্ঠার সহিত জীবন পরিচালিত হওয়াই উত্তম সুকর্ম মানুষ মানবতা।