চোখেরই সামনে দেখা বিদেশ কি
দেশের সন্তানেরা করছে কি?
কেমন করে করছে কর্ম-ধর্ম-দেখা
বাস্তবতার নিরিখে অবাস্তব!
টাকার নেশায় ছুটছে ঘোড়া দৌড়
কোথায় এদের ঘুম অদেখা!
বারোঘন্টা ডিউটি পনের-দুইহাজার
দেরহাম করছে আয় কমবেশী।
চতুর যারা তারা শিখেছে ভাষা কথা
ম্যানেজ করে কজ্বায় নিয়েছে।
মগজ বুদ্ধির সেরা ওরা কিছু কামাতে
পারে বিদেশ বলে হয় যে কথা।
কত কষ্ট দু'টি পঁয়সা সেইফ করতেই
বিছানায় নাম মাত্র পিঠ ঠেকায়।
ঐ'বিছানা না যায় ঘুরে শোয়া না দেখা
পর্যন্ত বিশ্বাস করানো দায় অদেখা।
এতো কষ্টের বিদেশ জীবন দু'টি পঁয়সা
সেইফ করে দেশের বাড়িতে গিফট!
সন্তান-সন্তোতি পিতা-মাতা-ভাই-বোন
তারা কত খুঁশি হয় উপহার গর্বের!
আসলে বিদেশী প্রবাসীরা কষ্ট ধন প্রেরণ
করে বহুমায়া আপনত্ব সহমর্মীতায়।
আমার দেখে ভীষণ লজ্জ্বা লাগলো প্রকৃত
সত্যের আড়াল কি জীবন যাপন করে।
সেই জীবনবোধ যে জীবন পরিবার-পরিজন
রেখে প্রবাস জীবন অর্থ কষ্ট বসবাস!
সব মিলায়েই এক অভিন্ন জীবনবোধ প্রচলন
সাধারণ বিদেশীরা ওদের জীবন কষ্ট!
দেশেও সুখ ছিল না; বিদেশেও একই দুঃখ
যা আয় করে একটু সুখ খুঁজে চললেই..
অর্থ আর বাড়িতে প্রেরণ করতে পারবে না
যে বলছি সেটাই সদা সত্য এ'ধরা চল।
যারাই জ্ঞান বুদ্ধিতে সচেতন টেকনিকেলি
ভাল কাজ জানে তারা বেশ করে আয়।
ওদেরই জীবন একটু ভিন্ন চলছে মন্দ নয়
বুদ্ধির জোগার অর্থ থেকে অর্থ আয়ের।
এমন করেই বিবেক খাটায়েই অর্জিত ধন
সদ-ব্যবহার যারা করছে তারাই ধনী।
নারী লোভী না হলে ধন্য জীবন পূর্ণতা মন
বিধাতার দয়া অহরহ সম্মান ইজ্জতির।
বিদেশ ভাল সত্য কথা মিথ্যা হল গোপন
মনের মধ্যে বিষ রেখে প্রেরণ উপহার।
বিদেশগামী অর্থ যেন স্বর্গ সমান সেই স্বর্গ
সদ-ব্যবহার জানা পরিবার আপনেরা।
তবেই স্বার্থক বিদেশীদের জীবন ধন্য হওয়া
বিদেশীদের শরীরের ঘাম মূল্য দিও।
সকল পরিবার পরিজন এ'ধরণী বসবাসের
রক্ষায় মহব্বত রেখো মন মধ্যে প্রতি।
এতো কষ্ট জীবন আলো ফুঁটায় যেন পরিবার
দুঃখের কথা বলে না কাউকে মুখফুটে।
শুধুই দিয়ে বিলায়ে ভোগী ভোগ করে সত্যের
অগোচর ভেদ করে কেউ জীবন সায়াহ্নে।
প্রবাসীদের অর্থ অসদ-ভাবে ব্যয় করোনা কেউ
ওদের দেওয়া অর্থ সঠিক ব্যবহার করা।
ওদের জন্য সম্পদ করে গচ্ছিত রাখা ঈমানী দায়
পালনে বিধাতার বিধান মান্য সুরক্ষা হ্নদ!
প্রবাসীদের অর্থ দ্বারা পরিবার সদস্যরা কখনোই
করবে না বিলাস যাপন; করবে ব্যবহার..
সঠিক পথে উত্তম জীবন গড়া রক্ষায় প্রবাসী ধন
ভবিষ্যত নিরাপত্তায় রেখো প্রবাসী ভরপুর।
প্রবাস জীবন শেষে দেশে এসে যেন শেষ পর্যন্ত
দু'লবণ ভাত খেয়ে জীবন যাপন ভালমত!
বিদেশ প্রেরিত উপহার অনেক মজার হয় প্রেরণ
মানুষটিকে সম্মান দিও নিরাপত্তায় ঠাঁই।
****************************
বাণী: কায়িক শ্রমিক প্রবাসীদের প্রেরিত উপহার পরিবার পরিজন সমেত। আসলেই ঐ'উপহার কষ্টার্জিত উপহার। যা পেয়ে উল্লাস করার কিছু নেই। বরং বিধাতার দরবারে শুভকামনায় মঙ্গল কাম্য।