আমি এতো খারাপ কেন জানতে চাই
বলবেন সকল দেশ জনতায়।
আমি কতটা অধম নিজকে ভাবলেই
লাগে যে কতটা বোকা-ধোঁকা।

নিজ জীবন ছিল অসহায় হতাশা ভরা
কেউ করেনি কখনো উপকার!
এ'জীবন তটে শুধু দেখা মিলেছে নাই
অভাব এ'ভাবনা কত শত মন।

যেখান দেখেছি অপরাধ অন‍্যায় ঘটন
সেখানে প্রতিবাদী মন প্রখর!
যত বড় আর ছোট যারাই করেছে ঐ'
সর্বক্ষেত্রে বলেছি ঠিক নয়।

ঐ'রকম কর্ম করোনা তোমরা এ'জীবন
জীবন অনেক বড় কি করছো?
অল্প বয়সে করছো সময় অপচয় কেন?
এখন সময় জীবন স্বপ্ন-পূরণ।

এতো আড্ডা কেন'রে ভাই-বোন তোরা
পাড়া-প্রতিবেশীরা এক জোট!
একত্রে দলাদলী মনে হয় খুব মিলমিশ
আসলে সময় নষ্ট জীবন ধ্বংস!

নিষেধ করেছি এখানে এই সময়ে কেন
তোমরা বিনা কারণ আড্ডারত?
কোন কানন ফুল ফোঁটাও এ'ধরণীবুক
অহেতুক করছো সময়ের হেলা।

জীবন চলার পথ এমন দিন অপেক্ষিত
তখন বুঝবে তবে শোধরানো দায়!
আমি বিবেকের তারণায় মানব জীবন
সময় হেয়ালীতে চরম প্রতিবাদী।

লাভ কি হয়েছে আমি বলতে কি পারি
ওদের মত একদল যারা সহমত।
ভুল পথে যেয়ে ভুল বলাই স্বভাব তারা
আঙ্গুল বাঁকারা বিপথগামী তারা।

আমি বিবেকের তারণা করেছি যাদের
জন‍্য কল‍্যাণ কামনা সব সময়ই!
তারা কি কখনো সেই কল‍্যাণ মনটিকে
আপন করে যতন করেছে কেউ?

পাশে না দাঁড়ালে হয়ে যেতো কতটা ক্ষতি
তারা কি কখনো ভাবনা মন রয়?
অবিবেচক বোকা চালাক সেরা চালাকী
আমি বড়ই বোকা বিবেক তারণা।
************************
বাণী: চলমান