আমি চাই বাংলার প্রতিটি সন্তান হোক বিদ্যতাপূর্ণ
জ্ঞানবান অসাধারণ বিজ্ঞ গুণি মানুষ।
মানুষের মত মানুষ হবে জীবনকে জানতে শিখবে
প্রকৃতই মানব জীবন আসলেই কেমন?

আমাদের দেশের সকল বাবা-মা আয় সমান নয়
নানা-মামা-খালাদেরও সমান হয় কি?
জীবন মানে সংগ্রাম কষ্ট করেই অর্জন করতে হয়
শিখতে হয় দীক্ষায় দীক্ষিত প্রত্যয়ীমন।

মন চাইলেই দাও না বাবা-মা অর্থ-কড়ির বায়না
বাতিক যেন ছাড়তে চাই না মনটিতে।
পিতা-মাতা বেসামাল হয়ে পড়ে সন্তান বলে কথা
কেন'রে সন্তানরা দাও কষ্ট পিতা-মাতাকে?

জন্ম হতে শুরু করে মানুষের মতন মানুষ গড়তেই
প্রচেষ্টার কোনই ঘাটতি রাখেন না মনটি।
আপ্রাণ প্রচেষ্টা রয় কিসে ভালো থাকবে সন্তানেরা
সেই সন্তানেরা খাড়ার উপর মরার খড়া!

পিতা-মাতার টাকায় করবে শুধু মন দিয়ে পড়া-লেখা
ছাত্র জীবন কোন বিলাসিতা নয় মন-প্রাণ!
বিলাসিতা থাকবে উপযুক্ত মানুষ হওয়ার স্বপ্ন পূরণে
একদিন উপযুক্ত মানুষ হবে সেরা জন।

সেই সহযোগিতা পেয়ে বড় হতে পারলেই বড় কথা
সুখ ঠিকানা কর্ম জ্ঞানালোয় ভাসবে হৃদয়।
আজ বাবা-মা আছে তাই পাচ্ছ যা চাও তাই এ'ধরা
কত কষ্ট করেই না দেয় না খেয়ে বাবা-মা।

বাবা-মায়ের কষ্টের কথা যে সন্তানেরা মনে করে না
তারা আর যাই হোক মানুষতো নয় অমানুষ!
দে্খবে একদিন বড় হয়ে তোমার কর্ম ফলে বিলাস
সেই ছোট্টবেলার স্মৃতি সুখ অর্জনে অন্ধকার।

সেই তো বুঝা শিখবে ছোট্টবেলা হতেই প্রকৃত মনুষ্য
ধর্মীয় জ্ঞান; শিষ্ঠাচার; নীতি-নৈতিকতা; সত্য!
সময় নিষ্ঠা প্রকৃতই কর্ম কি করছি সারাটি দিনক্ষণেই
পড়া-লেখা পাশাপাশি সংসার সহযোগিতা রই।

কোন মন্দ সঙ্গ করবে না সঙ্গী জীবনবোধ মানুষ তৈরি
চলার পথ রাখতে হবে সুশৃঙ্খল ভরা গৌরবের।
কঠোর পরিশ্রম দীক্ষায় থাকবে হৃদয় মন প্রাণ আত্মায়
প্রশান্তির এক উচ্চমান উদ্ভাসিত উৎসাহ চেতনা।

শোন বাংলার সন্তানেরা শোন! হবে তোমরা পরিবার
প্রেমে ভরা অনন্য আপন-পর জানা চেনা জন।
তবেই তোমরা হতে পারবে দেশ প্রেমে ভরা অপূর্ব গুণি
এসো চলি মোরা সত্য জ্ঞান জাতিগত মহত্ত্ব।
××××××××××××××××××××××××××××
বাণী: সন্তানদের মানুষের মত মানুষ রূপে গড়ে তুলতেই পিতা-মাতার জীবনের উপর যে ধকল যায়। যেন অর্থ কষ্ট; তেমন সন্তান ধীরে ধীরে যখন বড় হতে থাকে। তখন চাহিদাও বেড়ে যায়। সংসারে তেমন আয়-রোগার না থাকলে হিমসীম হয়ে পড়ে পিতা-মাতা মন। ব্যাকূল থাকে সসন্তান মানুষ করার অভিপ্রায়ে। যা সন্তানেরা অনেকাংশে বুঝতেই পারে। বোঝারও চেষ্টা করে না। সেই সকল সন্তানদের বলছি। এমন কোন কর্ম করবে না। যারন্যায়, পিতা-মা কষ্ট পায়। কষ্ট করেই জীবন যারাই গড়তে পারবে। আর একদিন সেই তরাই মানুষের মতন মানুষ হতে পারবে। অন্যথায় সঠিক ও উত্তম মানুষ রূপে গড়ে উঠা অন্তরায়ও বটে।।