আজ গিয়েছিলাম প্রাণের টান বইমেলায়
কত যে ভাল লাগলো।
অনন‍্য অসাধারণ কবিতা প্রকাশনী স্টল
কবিদের প্রকাশিত বই!

স্টল সমূহে শোভাবর্ধন এক অসাধারণ
আমরা কবিরা মিলিত!
একে অপর আলাপ-চারিতা-চা-চক্রে
কত কথা কাব‍্য শোভা।

ঘুরে দেখা বেশ চোখ পরশ মলিন হল
সৌহাদ‍্য পেলাম নতুনত্ব।
নতুন বই গন্ধ ছড়ায়ে শোভায় সুগন্ধি
কতটাই ভাল লাগল হ্নদ।

বাংলার বই মেলা প্রেম-প্রেমিকা ঐ'
মুগ্ধতার প্রকাশ মুখখানী।
সুন্দর শোভায় শোভিত রঙ বাহারীর
যেমন পোশাক তেমন রুপ।

চোখের পলক বলে কাকে দেখবে না
সকল সমস্ত সর্বস্তর শোভা।
ঘুরে দেখা বইমেলা ভালোলাগা বেশ
মনের মিলন কবি ও বই।

একুশ স্মরণে বাংলার মার্তৃত্ব মায়ের
মুখের ভাষা প্রকাশ‍্য অটুট!
সেই চেতনাই জাগ্রত জাতির অনন‍্যে
প্রকাশিত সুন্দর এক অভিন্ন।

আমরা করবো জয় আনবো বিজয়ের
মহা মূল‍্যবান বৈষম‍্যের জয়।
বাংলার মুখ মনুষ‍্য চরম প্রতিবাদীতার
সংস্কার ছাত্র-জনতার বিজয়।

দূরীকরণ স্বৈরাচর শাসনাবস্থা অবসান
২০২৫ বইমেলা মুক্ত আকাশ!
অসাধারণ প্রকাশিত সুশৃঙ্খলতা প্রকাশ
অমর হোক বইমেলা ২০২৫!!