আমরা বাংলা কবিতার ডটকম আসর কবি
লেখক হতে পেরেছি কি অজানাই রয়েছি?
তবুও এতো সুন্দর অনলাইন কবি সঞ্চালন
লেখক মন মধ‍্য রয় বিদ‍্যতাপূর্ণ জ্ঞানসম্ভার।

অনুনয়; অনুসূচনা; অনুভব; সুখ-দুঃখ-তাপ
প্রেম-বিরহ-বেদনা-অভাব-অনাটন-দেশপ্রেম!
দেশাত্মবোধক-দেশ-দ্রোহীতা-বহিঃশত্রুতার
সকল অনাচার-অন‍্যায়-ন‍্যায়-ধর্মীয়-ভাবনা!!

অবসর ব‍্যক্তিদের মেধার প্রকাশ অনন‍্য স্থান
সময় কাটানোর যৌতিক লেখার অপূর্ব মত!
মতামত দেশ বরেণ‍্য ব‍্যক্তিত্ব তৈরির মাধ‍্যম
যা অতুলনীয় একজন কবি কবিত্বের প্রচার।

তবে ধন‍্য ও ধন‍্যবাদ বাংলা কবিতা ডটকম
প্লাটফরম-অন-লাইন রাইটিং অতিসহজেই
প্রচার ও প্রকাশে এক অনন‍্য কবি সম্প্রচার
সুখ-সুখি; অনুভব-অনুভূতি গ্লানি দূর করণ।

সেই তো অন‍ন‍্য এই কবিতা আসর পর্ব স্থল
বাংলার আসর কবিতা ডটকম স্বার্থক কবি!
এখানে নিজকে পারছি নিজ মত লেখালেখি
সংযুক্ত করতে পেরেছি খ‍্যাতিমান কবিদ্বয়।।

আরো চেনা জানা অজানা কত সব মহলে
যখন লেখতাম না কবিতা; কে বা কাহারা
চিনতেন এই সামান‍্য অধম নগণ‍্য জনা'কে
সেই ধন‍্যবাদ ও শুভকামনা কবি পল্লবগুণি।

এই তো আসছে ২৩শে ফেব্রুয়ারী'২০২৪ইং
রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে বিশিষ্ট‍্য গুণিজন
বাংলা কবিতার ডটকম আন্তজার্তিক কবিগণ
মিলন মেলা বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে!

প্রিয় কবি কবীর হুমায়ন এর সঞ্চালনায় বেশ
ক'জন গুণি কবিগণ সহমত পোষণ প্রকাশের
এক অবিস্মরণীয় পৃষ্টপোষকতা কবি সেলিনা,
কবি সরদার আরিফ, কবি মনিরূজ্জামান ভাই'

কবি বুলবুল স্মারণিকা দায়িত্ব অনুষ্ঠানটিতে
আরো গুণি কবিগণ অন‍্যান‍্য দায়িত্ব পালনে
রয়েছেন গুরুভার নিয়ে। সকলেই আসুন এই
বাংলা আসর কবিতা ডটকম অনুষ্ঠান ধন‍্যতা।
সকলকেই শুভকামনা ও সাধুবাদ এ'ধরাধম।
*************************
বাণী: শোন! তখনই মানুষ হিসাবে জন্ম নেওয়া স্বার্থক। যখনই সত‍্যকে সত‍্য হিসাব প্রকাশ করার ক্ষমতা থাকবে। আর সেই তখনই মেরুদন্ড মানুষ।