নামটি ছোট্ট
করো কেন বিট্রমী?
এমন যেন
কথার নেই শেষ!
হাইরে মানুষ
রঙ্গিন মানুষ ঐ'যে!
বেটকে বাট্টু
বলা নয়তো সঠিক।
বিধাতার দয়া
এমন করেই সমাজ।
সৃষ্টি মানুষ!
মানবতা জন গুণির।
এসো সকল
চলি একসাথে সর্বত্র।
কথা কাজে
বিটু মানুষেরই নাম
ব‍্যাঙ্গাত্মক কেন?
লম্বাবেশ কর্মগুণ শূণ‍্য
লাভটি কিসে?
********
বাণী: জীবন ধন‍্য করতে কঠোর পরিশ্রম ও সেই পরিশ্রমের অর্থ সঠিক ভাবে সদ্ব‍্যবহার জানা ও সেই মতে কাজ করা। উক্ত ব‍্যবহারের অপর নামিই হল বিটু নয় উচ্চমান পরিবর্তন মানুষ মানবতায়।