সকল মানুষই নিজ ভাল চায়
চায় দেশ জনতার।
সুন্দর জীবন কামনা সকলেই
চায় নিজ মনটিতেই।

তারপরও ভুল হয়ে যায় কেন?
কিসের জন‍্য এমনটি!
কলংঙ্ক নেমে আসে জীবনটিতে
বেসামাল মন-মনুষ‍্যত্ব!

মানসিকতা অচেনা দেখা মুখখানী
প্রাণ চঞ্চলতায় হতাশা।
লজ্জ্বা সংযত মানতে অপারগতায়
হিমসিম সীমাহীন যন্ত্রণা।

কেন এমনটি হয় জানতে পারি কি?
জানার চেষ্টা করেছিকি?
জানতে চাই কি আমরা না জানাতে
চাই একে অপরকে?

সংশোধন হতে ভুল শোধরাতে ইচ্ছা
সেই চেতনাবোধ চাই!
এমন মন-মানসিকতা জীবনবোধ মন
জীবন চলার পথভুল।

সংশোধন খুবই কষ্টকর এ'ধরণীটিতে
সংযত জীবন কাম‍না।
যথার্থ জীবন অপূর্ব শোভায় শোভিত
সংশ্বয় অদেখা চলমান।

ভুল পথে হাটলে দেখা মেলে অসভ‍্য
সেই অসভ‍‍্য মন-অন্ধকার।
শেষ পরিনতি কখনো চাকচিক্কতা ঠাঁই
স্থায়ী হয় না ঐ'অজানা-ভুল।

তাই তো পরিতার্য সব সময় সুন্দর চল
মন-মানসিকতা জীবনচল।
সঠিক পথ চলায় জীবন হবে অসাধারণ
সামান‍্য অর্থাকষ্ট কমতিতে..

কখনো মন করবে না লোভী দেখবে সুখ
মন মধ‍্যে বিরাজমান সদা!
ঐ'রকম মনটিতে চলা জীবন কখনো ভুল
সেই অজানা ভুল মার্জনীয়।
************************
বাণী: অজানা কর্মফল ভুল ক্ষমার যোগ‍্য। জেনে ও বুঝে ভুল করা অভ‍্যাস হলে। সেই ভুল সংশোধন মানুষ সঠিক পথ খুঁজে পেতে খুবই দ্রুহ ব‍্যাপার। যা মানব জীবন খুবই কষ্টকর পরিস্থিতির স্বীকার ভোগ ব‍্যতীত আর কিছুই নয়।