সত‍্যই এক অসাধারণ নাম
সুন্দর মনোমুগ্ধকর অনুভূতি!
আত্মীয় হয় যদি সভ‍্যতা ভরা
সেই মানুষ মানব জীবন চাই!

বিধাতার দরবার হতে পেতে
ওরে নবীন ওরে কাঁচা বৃদ্ধরা!
শোন সকল মানব জাতি শোন
নিজ ভাল প্রতিবেশী ভাল এমন
করেই একে অপরে যদি চলি।

মুক্ত মন মুক্তি কামী  আমরাই
সেই শোভাতে স্বপ্ন আঁকা জাতি।
শোভিত সমস্ত উন্নত দেশাত্ববোধ
এমন করেই আদর্শ জীবনমান।

ঐ'পাড়াতে দেখতে পেলাম বেশ
সুন্দরী মেয়ে পড়াশোনাতে ভাল!
যেমন রূপ তেমনি গুণবর্তী লক্ষী
বিবাহের বয়স হয়েছে ভাল ঘর!

মানে সৎ চরিত্রবান পাত্র পেতেই
দিশেহৃরা পাত্রী পিতা-মাতা মন!
শোন'রে পিতা-মাতা কেন তল্লাশি
ব‍্যস্ততা প্রাণ হ্নদয় উত্তম কন‍্যাবর?

সমাজ বড়ই নিষ্ঠুরতায় ভরা সেই
সমাজে বসবাস আমাদের দ্বারা।
আমরা যদি হই স্বভাব চরিত্র ভাল
তবে কেন ব‍্যাকূল কন‍্যা বিবাহ-পাত্র?

নিজ ভাল আত্মীয় হই অপর দানে
সুখ শান্তি সভ‍্যতা আনন্দ বিলাপ!
উদ্ভাস প্রেম ঊষার আলোকবর্তিকা
অনন‍্য আত্মীয় বন্ধন একে অপরে।

সেই মন প্রাণ সভ‍্যতা বিকাশ লাভ
উত্তমতা জন্ম থেকে জন্মান্তর রবে।
ভাল বীজে ভাল ফল মন্দের মন্দ
আত্মীয় ভাল তুমি ভাল নো ভেজাল।
**********************
বাণী: চরম সত‍্যকে যারাই করবে অস্বীকার। তারাই ভবিষ‍্যৎ হয়ে থাকে ধ্বংস ভূ:পতিত এ'জগৎ সংসার। আত্মীয় ভাল আমি ভাল আত্মীয় নই। কেমন করে থাকবে রফাদফা বলি জীবন তট এ'ধরায়। সুন্দর জীবন মান মানবতায় কাম‍্য। তবেই ধন‍্য পরাপর আত্মীয় স্বর্গ। অন‍্যথামিছামিছি চল জীবন মান। এ'ছাড়া আর কিছুই নয়।।