শিশু আসমাউল হুসনা;
শি- শিশু তুমি অপূর্ব বুদ্ধি দীপ্ত মন
শু- শুনে ও জেনে খুব বেশ খুঁশি!

আসমাউল;
আ- আকাশের চাঁদের মতন তুমি
স- স্বচোখে দেখা সত‍্যই অপূর্ব।
মা- মায়া মমতা ভরা শিশু হ্নদয়
উ- উৎসবে উচ্ছাস হাসি-খুঁশিতে
ল- লজ্জ্বা আবৃত অনন‍্য  হাস‍্যভরা।

হুসনা;

হু- হুরপরী সভ‍্যতা আলোক রশ্মি
স- স্বপ্ন আঁকা এ'পৃথিবী তোমাতে।
না- নানান রঙ্গে রাঙ্গাবে এ'ধরায়।

শিশু তুমি বড় হবে সুন্দর এ'ধরণী
তোমার আবাস পরশ পদ-ধূলিতে
ঝলমল পথ জীবন মান উদ্ভাসিত
সেই জীবন গড়তে দীক্ষা রাখবে।

তোমরা শিশু অনেক জ্ঞানালো লব্দ
অর্জিত মানুষ হবে সুন্দর স্বভাবে।
পড়ালেখা শিখবে মনদিয়ে শোন
অপূর্ব জীবন গড়ার স্বপ্ন শিশুমনে।
*********************
উৎসর্গিত: এই কবিতাটি উৎসর্গিত খুব বুদ্ধিদীপ্ত শিশু আসমাউল হুসনা। তার অনেক বুদ্ধি, ঐ'শিশুটি বড় হয়ে একদিন মানুষের মত মানুষ হবে। ঊষার আলোক দিগন্ত উন্মূচিত করবে। জগৎখানা রাখবে সকল জনা মুক্তমন খুঁশির জোঁয়ার ভরে। সকলেই শিশুটির জন‍্য ও সেই সাথে তার পিতা-মাতাদের জন‍্যও দোয়া করবেন। আমিন।।
***********************************
বাণী: শিশুরা সত‍্যই ফুলের মতন পবিত্র। আসমাউল হুসনা তেমনি একটি মেয়ে শিশু। চমৎকার অভিলাষ। অপূর্ব মুক্তমন। দীপ্তমান বুদ্ধিসম্পূর্ণ। অসাধারণ জ্ঞান রচনার অধিক ভাল লাগা। এমন শিশুদের নিরাপদ আবাস খুব প্রয়োজন। তবেই শিশুরা সঠিক সুন্দর নিরাপদ জীবন গড়ে সক্ষম। অন‍্যথায় নয়।