কোথায় যেন শংঙ্কা জাগা মন মানুষেরা
কর্মফল নিষ্ফল বলি করিও আর্শীবাদ!
এমন কি বেশ ভাল কর্ম মনটি রয় জানা
সভ্যতা বিলাপ বিকাশ ছড়ানো মানুষ।
এ'ধরার অনন্য অনুপ্রেরণা চাই আর্শীবাদ
ভ্রান্ত পথ পথিক জনতা চল চাওয়ায়!
কেমন যেন জন জীবন চলমান প্রেরণার
মর্মভেদ আবেগঘন মানসিকতা হ্নদয়।
চিরসাথী ওগো তুমি কেমন করে বলি
তুমি চিরসাথী সারথী জীবন চলা পথ।
কত আপন সেই কথাটি কি করে বলি
ভাষা স্তদ্ধ যখন তোমায় দু'নয়ন দেখি।
এতো ভালো লাগা পছন্দ ভালোবাসা
চলতে থাকা জীবন সংসার সহমর্মিতা।
সমবেদনার একই পছন্দ গাঁথবো ঘর
সেই মন কোথা সংশয় একই মানুষরা।
হতাশা প্রাণ আত্মার কোথা যেন অন্ধত্ব
শুধুই ঠিকানা বিহীন মন অস্তিরতা হ্নয়।
ভুল পথ সন্ধ্যানে আনন্দ খোঁজ অসত্য
সঠিক জীবন কামনা চিরচেনা স্বর্গবাস।
তারপরও ভুল ভুল চাওয়া সানন্দ খুঁশি
এমন কি রচনা রচিলে মূর্খরা পায় ঠাঁই।
শিক্ষিত লোকেরাও অশিক্ষিত কর্মফলে
চলা পথ কোথা যেন মানবতা আর্শীবাদ।
এতো ভুল; ভুল আর ভুল; জীবন ভুল
কেন বুঝতে পারি আছে ভুল তবে কেন
করি ভুল কেন করি না সংশোধন ভুল?
করলে ভুল সংশোধন সেই না ফুল ভুল!
আর্শীবাদ তুষ্টি; তুষ্ট সেরা মহামাল্য জন
আমরা মানুষ মানবতা ভরপুর শোভায়!
জগৎ সংসার লোক সমাগম মানবতায়
কেন এতো ভুল; কেন এতো আর্শীবাদ?
***********************
বাণী: আর্শীবাদ তুষ্ট পেতে আশাবাদী মানুষ! আর সেই জীবন চলতে ভুল হতেই পারে। তাই বলে কি ভুল কর্ম করে আর্শীবাদ চেতে হবে জনে জনে দোয়া চাওয়া। মানুষ তো এমনিতেই আশাবাদী। ভাল কর্ম করেই আর্শীবাদ চেতে হয় বিধাতার দরবারে। তারপর আবার ভুল কর্ম লোকেরা কেমন করে আর্শীবাদ চায়, লজ্জ্বা কি হয় মনটিতে? এমন সকল মানুষেরা অমানুষও বটে।