চল যাই
কোথায় যেতে হবে?
বল দেখি
এসো ভাব করি।
সেই জানবে
ঐ'পাড়া যাবে চল?
আনন্দ হবে
দেখে আসবো সব।
এসো ভাব করি
সত্যের সন্ধ্যান চলি
সুন্দর বন্ধুত্বে
এসো ভাব করি।
এক অনন্য
সুন্দর শোভা ভরা
মন-প্রাণটি
সৌরভ পুষ্প শোভা।
চলি মোরা
এসো ভাব করি ঐ'
যুদ্ধ নয়
আমরা মানুষরা এক।
চাই শান্তি
সারা দুনিয়া মনুষ্যত্বে
বিকাশ-বিলাপ
এক হও সুখ বাসনা।
সংঘাত নয়
সমঝোতা সমাধান মন
সভ্যতা সৃষ্টি
রক্ত কখনো কাম্যনয়!
মানুষ মানুষে
এসো ভাবনার মানুষরা
চলি একসাথে
সুন্দর জীবন মানবতায়।
××××××××××××
বাণী: মানুষ মানুষেরা একে অপরের নিকট যাবে। যাবে সুন্দর শিক্ষনীয় পরিবেশ পেতে। নয়তো অসভ্যতা অজ্ঞানতার পরিচয় বহনে। সেই ভাব ও সম্পর্ক কখনোই মানব জীবন বিকাশ লাভ করে না। যা পরিহার করে চলাই উত্তম।