কে কোথায় আছো; এসো এক সাথে ওয়াদা করি
আমরা সকলেই মানুষ; প্রতিজ্ঞাবদ্ধ হই!
চলবো একসাথে কাঁধে কাঁধ মিলায়ে সহপাঠী দল
আমরা করবো না জাতি ভেদাভেদ মনটি।
অপূর্ব সূধায় শোভিত প্রাণ; আত্মার স্পন্দন সমতা
কর্ম-ধর্ম-পালন যথার্থতা অসাধারণ হ্নদয়।
সমাজ গঠন সামাজিক শিষ্ঠাচার বাক্য বিনিময় শুভ
অভাব থাকবে অনাটন থাকবে; তাতে কি?
বিধাতার বিধান বলে কথা; রয় সভ্যতা সুউচ্চমান
তিনি যেমন শিক্ষায় দীক্ষায় শিক্ষিত চান।
জ্ঞানার্জন মানুষ বুঝমান; সেই মন মানুষ বিধাতা
পছন্দ করেন উত্তমতা শোভা ছড়ানোতে।
ঐ'সকল মানুষ মানব জীবন চলমান ধারা এ'ধরা
আমরা মানুষ তো তখনই হতে পারবো!
যখনই বিধাতার দয়ায় দীক্ষিত হবো এ'পৃথিবীতে
চলতে পারবো অমনি উষার আলোতে।
মুক্তি মিলবে মুক্তিকামী সভ্য মানুষ সকল সফল
একই ছাদে থাকবো যথা আমরা মানুষ।
একে অপর সুখ-দুঃখ ভাগ করে পথিক সেথা চল
এসো সংকল্পে এক হই চলি উদ্ভাসিত।
মানুষ মানুষকে কোন ঘৃণা নয়; নয় যুদ্ধ; নয় ক্ষতি
চলো মিলেমিশে; দেখো কত ভাল লাগবে?
কখনো যুদ্ধ করবে না; করবে সংকল্প মানবতায়
অভাবী মানুষ অভূক্ত; অযথা যুদ্ধ সর্বশান্ত।
*****************************
বাণী: মানুষ তখনই চরিত্রবান যখন নিজ হতেই অপ্রয়োজনীয়তা পরিহার করে সঠিক পথে চলতে থাকে। আর সেই চলাতে কোন অপ্রিয় মন মানসিকতা থাকে না। সেই সকল মানব জীবনীরাই সংকল্প স্বপ্নবাজ উত্তম মানুষ সমাজ বুকে।