এসো গান করি
শোনাই তোমাদের গান।।
এসো গান করি।।
যে গানে নেই সুর
নেই কোন তাল।।
এসো গান করি।।
আমি যে মানবতার কবি
এসো গান শিখি।।
এসো এসো গান করি।।
ঐ'সেই দিনটিতে বলেছিলে
আমি তোমায় কত আপন।।
আজ সেই কথাটি অজানা।।
হায়'রে হায় এসো গান করি
চলো গান শিখি।।
শিখি এক সাথে দু'জনায়।।
হুহু হুহু হু....।💖
****************
বাণী: অর্থবহ্ গান শিখতে পারাটা অর্থবহ্। আর বিনাশ্রম গান কখনো সফলতা পায় না। পেলেও তাৎপর্য কম। যা তুলনা বিহীন। তাই যা কিছু শিখি তা যেন সময়ের মধ্যেই হয়ে থাকে। যার সফলতা ভোগে সুখ লাভ হতে পারে। তবেই স্বার্থক জীবনবোধ এসো গান করি নাম জবে।