এসো বন্ধু এসো; চলো ভাব করি!
ঐ'দেখা যায় শিমুল গাছ।
বেশ দেখতে নান্দনিকতা ভরামন
এমন করেই শোভা ছড়ায়!

মানুষ মানবতা অনন্য সুন্দর প্রকাশ
যাই না শিমুল তলা আমরা।
কতই না ভালো লাগবে এক অপর
হাসি আর খুঁশিতে ভরপুর।

সোহাগ ছড়াবে মধু মিলন এসো যাই
দেখো দেখো ফুল বাহারী!
এমন সুন্দর আকাশ খানাকে হাসাচ্ছে
আমরা মানুষ করছি যে কি?

পারছি কি বিধাতার সৃষ্টিরই সেরা জীব
চলো চলি এক সাথে মোরা!
উত্তম কাজ কর্ম করি হই সেরা মানুষটি
স্বভাব চরিত্র সবই যেন উত্তম।

সেই তবেই আমরাই হবো এক অনন্য
বিধাতার সৃষ্টির সেরা মানুষেরা।
তবেই মানব জীবন জন্ম আর সমাজ
স্বার্থক স্বার্থকতা প্রেম মানবিক।

এসো ভাব করি এক সাথে চলতে শেখা
অগ্নিবীণা অসাধারণ সুউচ্চমান।
উদ্ভাসিত উল্লাস চলা সবই যেন গঠন-পঠন
এসো ভাব করি এ'ধরা বন্ধনে।।
××××××××××××××××××××××
বাণী: সেখানেই ভাব করতে জানতে হবে। যেখানে সুন্দর স্বভাব-চরিত্র গঠন মূলক মন মানুষিকতা মানুষ রইবে। তবেই বন্ধন অটুট হবে এক অনন্য সুন্দর স্বভাব এসো ভাব করি জীবনবোধ উত্তমতায়।।