আপন;
আপন! আপন! আপনেরা
মিলে মিশে থাকবে সকল।
তবেই আপনেরাই বিজয়ী
জয় মাল্য বরণ সব সময়।
আপনকেই আপন জানা মন
বিশ্বাস সুবুদ্ধি আত্মঃবিশ্বাস!
সহনশীলতার একনিষ্ঠ্যতায়
চিরচেনা বিশ্বাসী আপন হ্নদ।
কখনো একে অপর পর নয়
ভাববে মনটি হতে আপনত্ব।
সুখ-দুঃখ যথা থাকবে পাশে
সংসার পরম পূজারণী আপন।
আপন ফাটল ধরা;
আপন কখন ফাটল ধরে জানি
যখন নিজস্ব ভাই-বোন ধরায়!
তৃতীয় পক্ষ নাক গলানো শুনি
শুরু হয় আপন আপন বিদ্বেষ!
সেই তো শুরু হতে থাকে দ্বন্দ
ফাটল ধরায়ে সুযোগ নেয় ঐ'
সেই সকল গিবৎকারী আপনে
আপন ধরায়ে খুঁশি হিংস্যুটেরা।
যারাই শোনে অপর কুবুদ্ধি কথা
আপনকে পর বানায়ে সর্বনাশ।
এমন অবুঝ আপন পরিতার্যতায়
সর্তক সাবধান আপন পর অবুঝ।
*******************
বাণী: চলমান