অনেক আশা নিয়ে ছেলেছি গো
তুমি ভালোবাসবে বলে তাই।
ফিরায়ে দিওনা এ'ধরণী হতে
অনেক আশা নিয়ে এসেছি গো।

জীবন তো একটাই ফিরায়ো না
সকল আবদার রাখবো তোমার।
নাও না দু'টি হাতে বাড়ায়ে নাও
দেখবে অনেক কিছু নেই তবুও!

স্বপ্ন বিভোরতায় আশা তোমাতে
আমি আর তুমি জীবন সাথী মন।
ভালো লাগা আর না লাগা তবুও
এ'জীবন আমি তুমি চল একত্রে।

সংসার ধর্ম বড়ই কঠিন ধর্ম পণ
আসবে জীবন তটে ঝড়-ঝঞ্জা।
আলো জ্বলবে গভীর চেতনাবোধ
কখনো নিভূ নিভূ ভাব তবু জলন্ত।

এমন করে চলতে শেখা অনেক
আশার আলো প্রেম সংসার মন।
ভালো বাসায় ভরপুর পরিবার ঐ'
সভ‍্যতা বিকাশ সংসার ধর্ম চর্চায়।
********************
বাণক: জীবনকে সুন্দর ভাবে সাঁজাতে অবশ‍্যই সংসার ধর্মের কোনই ভিকল্প নেই। যা অবশ‍্যই পালনীয়। তবেই মানুষ সভ‍্যতার বিকাশ লাভে ধন‍্য হতে পারে। অন‍্যথায় যা যাবর ছাড়া আর কিছুই নয়।