আমরা ও সকল কবিতা
এ আবার কবির কেমন অসভ্যতা?
আমরা সকল কবিতা।
কেমনে কাদের বলছে তোমরা কবিতা?
শোন তবে সকল আমরা মানুষ সকলরা
এক একজন কবি!
কবিতা পোষণ রয় প্রাণমাঝে কবিত্ব মন
হারায় কবিতায়।
জীবনবোধ যৌবন উচ্চাঙ্খা সবই প্রেমত্ব
খোদা প্রেম ভরসা!
মুক্তিকামী চেতনা এক অসাধারণ আশা
আমি কবি তোমরা;
আমরা কবিরা
তোমরা কবিতা রও এক পথের পথিকে
পথ চলা একত্র।
রকমারী রত্ন হরেক রকম মনপ্রাণ মহত্ত্ব।
অনুশাসন আমি জাতির অনন্য প্রকাশে
ভাবনা ভাল নয়!
কোথায় অভূত জাতি অদভূত ভাবনায়
আমরা সকল কবিতা।
কতকথা জীবনেরই মর্মস্পর্শতা রচনা
কবিতার সবিতা।
আপন আত্মার স্পন্দনই বলে দেয় তা
সবই কবিজ্ঞান।