আমরা মানুষ! মাটিই মোদের সাথী
আজ আছি' আগামীদিন থাকবো কি?
সেই কথাটিই জানি ক'জনা মানুষরা?
তারপরও করছি খেলা জুয়ারী মানুষ!
মাটির মানুষ হতে হবে মাটির মতন
থাকবে মাটির গুণাগুণ স্বাভাবিকতা।
তাই বলে কি মানুষ হয়ে হবে নষ্টমন?
করবে ক্ষতি অপর মাটির মানুষকেই।
হাই'রে মানুষ দেখো সকল সর্বত্র চলা
এই মাটির দেহে প্রাণ দয়া বিধাতার।
সেই মাটির মনটিকেই করি যদি শক্ত
হই লোহা মন পাথর কঠোর জীবনটি।
পরিণতি সর্বশেষ দেখা হাজার মানুষ
হচ্ছে তাই অদৃশ্য ক্ষতির কবল সেরা।
মাটির মানুষ আমরা মানুষরা সকলেই
কেন হতে পারছি না মাটির ন্যায় বোধ?
এসো মানুষ এসো সকল সভ্যতা বিকাশ
কল্যাণকামী হই যেন নিজ ভাগ্য সুফল।
সবুজ-শ্যামল-সুন্দরমন- চমৎকার হৃদ
ভরসা তাই উন্নত মন নিরঝনঝট প্রাণ।
যারাই করবে তৈরি মাটির মানুষ মনটি
তারাই পাবে সুখ-শান্তি এহকাল চেতনা।
সুবুদ্ধি সারথী এ'ধরা মুক্তমন কামনায়
আমরা মাটির মানুষ হলেই খুঁশি খোঁদা।
×××××××××××××××××××××
বাণী: সোনা পুঁড়ায়ে খাঁটী করা হয়। আর পরিশ্রম বিনিময় কর্ম ও প্রকৃত জীবন লাভে ধন্য হয়। আর সেই সকল মানুষেরাই প্রকৃত খাঁটি মানুষ। তারাই সুন্দর ভাবে রক্ষা করে আসছে দেশ ও জাতিকে। অন্যথায় জাতি হয়ে পড়তো অস্বাভাবিক ও নরবর।