আমরা করবো জয়
এ'ধরণী চল!
সভ‍্যতা বজায় মন
দীক্ষা সুশিক্ষা।

আপন মনের মাধূর্য
সকল তরে'
আমরা একে অপর
সুখ-দুঃখ যেন...

চলার পথের পথিক
বসবাস যথার্থ!
দেশপ্রেম নিজস্ব হৃদ
মানবিক মনুষ্য!

যখনই সুমন অধিকার
অধিকারীণি সর্বত্র।
যতই আসুক বহিঃশত্রুতা
আমরা একত্রে!

বিজয় আনবো ছিনায়ে
মুক্তিকামী জনতা।
আমরা দেশপ্রেমিক সব
আমরা করব জয়।
**************
বাণী: বিজয়ী হতে হলে দেশপ্রেম ও মহত্ত্বতা থাকাটা অবধারিত। তবেই আমরা বিজয়ী! অন‍্যথায় বিজয় ব‍্যাহত সম্ভাবনা অবধারিত।