আমরা করবো জয় যদি মনে থাকে প্রত‍্যয়
আমরাই করবো জয়।
এ'ধরণিতে আগমন আমরা মানুষ হয়ে জন্ম
আমরাই হবো মানুষ।

যখনই উপযুক্ত যোগ‍্য উত্তম মানুষ মন প্রাণ
আত্মার স্পন্দন স্বচ্ছ!
সেই মন মানুষেরাই তখন আমরা অসাধারণ
এমনটাই আশা মনুষ‍্য!

কামনা-বাসনা সদা সত‍্য সঠিক সভ‍্যতা মন
সে'মন অপূর্ব মানবতা।
আমরা করবো জয় যতই কঠিন হোক বিজয়
যথার্থতায় সহজ লদ্ধের।

আমরা চলবো মোরা এক সাথে উত্তম কল‍্যাণ
সর্বত্রো মনটি অনুশাসন।
বিধাতার বিধান মান‍্য অবধারিত সেই মন চল
থাকবে কি কোন সংশয়?

না না না থাকবে না আমরা সকল এক সংশয়
চলো ঘুরে আশি ঐ'সুদূরে!
দেখবে আমরা সকল অনেক আনন্দ করবো
কতটাই প‍্রাণের টান তৃপ্তি।

আমরা এক একটি মানুষ জুটি যেন অসাধারণ
আমরা অনন‍্য গুণিজনা হবো।
জগৎ সংসার তথা সকল ক্ষেত্রেই আমরা নাম
ঊষার আলোক বিজারিত হব।
******************
বাণী: জীবন চলার পথ আমরা শব্দটি একটি সুন্দর মানব বন্দন। এই আমরা যদি ভাল ও উত্তম মন মানুষ হয়ে সমাজে গড়ে উঠতে পারি। সমাজ পাবে এক অতিসুন্দর একটি পরিবেশ। সেই পরিবেশে আরেকটি প্রজন্ম আমরা তৈরি হবে। সেই থেকে ধীরে ধীরে সমাজ চমৎকার আমরা পরিবেশ স্তম্ভ ভিত্তি শিখর তৈরিতে বদ্ধপরিকর।