তোমরা ঐরকম কাজ কেন করে ছিলে
আমার মনটি কষ্ট পেয়েছিল।
সেই কষ্টের কথা আমি কি ভুলে গেছি?
সেই কষ্ট কথা মনে রেখেছি।

তাই তোমরা আমার শত্রুহয়ে রয়েছো
এমন কর্ম কেন করো তোমরা?
মানুষ হয়ে মানুষেরই সাথে দুষ্ট মনে
সর্তক হও; সাবধান অবলম্বন!

অর্থ কষ্ট কোন কষ্ট নয় কেন ধিক্কার
তুমি মানুষ আমিও মানুষ মন!
আমি তো কখনো ভাবনায় মন্দ নই
তোমরায় ছোট করা অসভ্যতা।

দেখো মানুষেরা সমাজ একার নয়
সমাজ হল সকল জন্য এ'ধরা!
বিধাতার দয়াে দান বসবাস আবাস
অল্প ক'টা দিন জীবন-যাপন।

সেই মন মানসিকতায় চললেই ধন্য
মানুষ জন্ম স্বার্থক এক-অপর।
পরিবার প্রতিবেশী সমাজ দেশজনতা
কখনো কষ্ট দিও না কাউকেই।

দিলে সেই কষ্ট পাওয়া মন দূর হয় না
একদিন তুমি অর্থ রূপ নাম জস!
অহংকার ছোট করলে অপর- আপনত্ব
জৌলুস ভাটায় তুমিই ছোট হবে।

সময় বলে কথা রয় এই দুনিয়ার বুকে
সেই জন্য বলি মানুষ কর্ম করো।
সুন্দর চলো; জীবন গড়; সভ্য সমাজ
সেই না মানুষ ভুলিনি অজানায়।
××××××××××××××××
বাণী: মানুষ মানুষকে অপমান ও ছোট করা ঠিক নয়। আজ যাকে করলে ছোট। একদিন বিধাতার দয়ায় দেখা যাবে সেই বড় হয়েছে। তুমিই ছোট হয়েছো এমন যে, যাকে করেছিলে ছোট তার নিকটেই যেতে হবে। তাই কে বড় আর আর কে ছোট! এমন কোন কর্ম মানুষ হিসাবে ভাবনাটাই ভুল। মানুষ হয়ে মানুষের সাথে এমন কর্ম কখনোই করতে হয় না। যা মানুষ কখনোই ভুলতে পারে না।