আমি ভাবুক; ভাবনা আমায় বিচলিত করে
এই জগৎ সংসার কেমনে চলছি!
বড়ই ভাবায় ভাবনা এ’ধরণীতে ব্যাকুল মন
মানুষ হয়ে মানুষ নিয়ে করি খেলা।
এ কেমন মানুষ হই আমরা সকল তরে ধর্মত্ব
বিবেক বলে কিছু কি নাই ওরা কে?
এতোটুকু ভাবনা রয় না বিবেক চৈতন্য এ’ধরা
সুন্দর মন সুন্দর জীবন নিজ ভাল!
অপরকে নিয়ে সাথে নিজ ভাল পথ চল সঠিক
জীবন হবে ধন্যতায় সেরা ওরা এক।
সেই না মানুষ নাম জবান করি খেলা মানুষ সব
এমন কেন করি, বল সকল মনুষ্যত্ব?
এ ধরণী এক অনন্য সভ্যতা প্রকাশ আমরা নাম
কেবল মাত্র মানুষেরা অর্জিত পৃথিবী।
অন্যায় অত্যাচার বিবেক বুদ্ধি ব্যাভিচার অপ্রিয়
সকল কিছু আমরা করছি মানুষ নিয়ে।
চলছি এক অভিনব অনুশাসন অভিপ্রেত প্রাপ্তি
আমরা মানুষ সকল কেন অন্যায় মন?
প্রেম জোয়ার ভাটা থাকবেই রচনা হবেই প্রেম
মানুষ সেই তো বিবেকবান সংবরণে!
বিবেক আমায় তারা করে ঘরে ফিরে যেতে বিঘ্ন
কোথায় স্বর্গ-সুখ; কোথায়-নরক-দুঃখ?
হিসাব খাতা খোলা রয় জীবন চলার পথ কর্মে
সব কিছুর হিসাব দিতে বাধ্য এ’ধরার!
তাই তো বলি শোন মানুষ সকল শোন কানপেতে
চলো চলি সুন্দর মন আত্মায় একত্রে।
সুবিবেচক মনটি নিয়ে প্রকৃত চলার পথ সুগমনে
কবে হবো সেই মানুষ বিবেক ভাবনা।
*****************************
বাণী: মানুষ হয়ে মানুষের সহিত অমানুষিক অপকর্ম করতে এতোটুকু দ্বিধাবোধও করে না। তাই মানুষ নামধারণ অমানুষ এই দুনিয়াতে ভরপুর। সেই চিন্তা আমাকে তারা করে ভাবনা ভাবুক চেতনায়।