আমি লেখি কি লেখি কবিতার পাতায়
বাংলা কবিতা ডটকম আসরে।
কবিতা লেখা হয় কি অজানা রয় মন
প্রকৃত কবিতা লেখা সহজ নয়!
একজন কবি হিসাব লিখবো কবিতা
নির্জন কোন এক কাব্য পরিবেশ!
সেখান শুধু থাকবে কবিমন কবিতার
কোন অন্য মন ভাবনা দেখা নয়।
প্রেম থাকবে বিরহ দেখা জ্ঞানালোয়
হ্নদয় হবে কবি কাব্য প্রেমভরা।
কবি হবে ঐ'শৈরিক দীপ্তমান চেতনা
জাগ্রত জাতিকে আরো জাগানো!
ঘুমন্ত জাতির ঘুম ভাঙ্গানো অনুপ্রেরণা
শোষণকে শাসন অসভ্যকে সভ্য!
ধ্বংসকে গড়া মানব জাতি জাতীয়তা
নাও ফিরায়ে দাও ফিরিয়ে রাখো।
আমি লেখি মানুষ আমরা পরিচয় মনুষ্য
খুঁজে ফিরি ভাল সৎ আদর্শ মানুষ।
প্রকৃত কথা কোথায় সেই লোকেরা জানি
নিজ হই যদি ভাল খুঁজি সেই জনা।
স্বর্গ খোঁজা কি দরকার যদি হই নিজ স্বর্গ
এমন কর্ম-ধর্ম করবো মনপ্রাণ বোধ।
সেই মন প্রাণ আত্মা বলবে কথা স্বর্গ ভরা
এসো কবি এসো পাঠক-পাঠিকামন।
চল-চলি এ'ধরা দেখবে ভূড়ি ভূড়ি কবিতা
থাকবে ঝুলিতে শব্দ সম্ভার অধিকতা!
মাত্রা সুউচ্চমান চরণ দেখা শোভা ছড়ানো
অর্থ-অর্থবোধকতা মুগ্ধকর কবি সুউচ্চ।
আমি লেখি দেশ জনতার দুঃখ-কষ্টের কথা
লেখি নোংরা রাজনীতি ছাড় দেশজনতা।
অভাব নয়তো অভাব কর কর্ম সময় হিসাব
বদস্বভাব সঙ্গ ছাড়; উত্তম বন্ধু কবি ধর।
আমি লেখি দেশপ্রেম মাতৃভাষা ঝঁরে পড়া
মানুষেরা উঠে আসো এ'জগৎ সংসার।
সঠিক পথ চল জীবন সুন্দর কর ধর্ম-কর্ম
আপন ভূবণ মন শুদ্ধ চরণ অশুদ্ধ ত্যাগ।
*************************
বাণী: সভ্যতা বিকাশ কখনো মুখে বলে আর গোড়ামীতে অর্জিত হয় না। সভ্যতা মন ও প্রাণ দিয়ে অর্জন করতে হয়। আর সেই অভাব বোধ হতেই মানুষ যখন সুন্দর জীবন গড়তে বদ্ধ পরিকর। তখনই মানুষ উত্তম মানুষ হতে সমাজে সহায়ক।