আমি প্রেমিক
খোদা ভক্তিতে মন রয় সর্বোক্ষণ
তাই প্রেমিক
চাই একমাত্র দয়া আল্লাহর হতেই
এমন ঠাঁই'ই!
পেতে চাওয়া মানুষ হিসেব বসবাস
কাম্য চাওয়া।
প্রাপ্তি শুধুই কামনা বাসনা সুখ-শান্তি
হে বিধাতা!
রক্ষা করিও আমায় তুমি যেন ভরসা
প্রতিটি মূহুর্ত।
শ্বাস-প্রশ্বাস আশ্বাস বিশ্বাস দয়াময়
প্রশান্তি তুমি।
তোমায় ডাকে শান্তি মেলে আত্মতৃপ্তি
সুখে-দুঃখেও!
সকল তরে তুমিই রহমান তুমি রাহিম
আলো দেখাও।
অন্ধকার দিয়ে পরিপূর্ণ করো আলোক
তোমার লীলা!
কোন অপরাধ হলে করিও ক্ষমা আমায়
ক্ষমাশীল তুমি।
আর যেন কখনো না করি হিতকর কর্ম
রক্ষার মালিক..
একমাত্র তুমি হেফাজত করো আমাকে
রহিম রহমান।
প্রকৃত পক্ষেই আল্লাহকে অচেনা রেখে
জ্ঞানার্জন মানুষ!
কখনোই হতে পারিই না আসল মানুষ
খোদাপ্রেম মনুষ্য।
আর সেই আমি আজিকের এ'দুনিয়াতে
চল-অভিজ্ঞতার..
আলোকে বুঝতে ও জানতে পেরেছি সব
মিথ্যার দুনিয়া।
ভালোয় ভালোবাসা নেই অমূলক চেতনা
কষ্টের ফসলে..
দূষ্প্রাপ্যতা ধোঁকাও দেখেছি জীবন তটে
উপকারী মনটি...
সেথাও পেয়েছি বদনাম বহুকথা শুনতে
যেমনটি আশানয়!
বিনিময় কোনই চাওয়া ছিল না ছিল পূর্ণ
সেথাও হিংসাদেখা!
তাই তো আমি সব ছেড়ে খোদা প্রেমিক।
*************************
বাণী: অনেক পথ পেরিয়েছি ভুল পথ জীবনটি ভর। আশা করেছি দান সহযোগিতা কল্যাণ বয়ে আনবে। সকল মাঝে থাকবো খুবই আপন ভালোবাসায় ভরা প্রাণ তৃপ্তি মনটিতে। আসলেই কি তাই? বাস্তবতা উপকারভোগী শুধুই পেতে চায়! যতই পেয়ে থাকে, সেই তারা ততোই পেতে চায়। ঐ'রকম স্বভাব লোভী উপকারভোগীদের। আর যখন তারা তাদেরই কোন না কোন অসভ্যতার জন্য না পেয়ে থাকে। সেই তখনই হয়ে পরেন পচর্চার তাবিদ্বার বদমাহিশী। ঐ'সকল স্বভাবের লোকেরা কখনোই সঠিক পথের পথিক হতে পারে না। তাই তো আমি সব কিছু জেনে ও বুঝে খোদা প্রেমে মত্ত হলাম।।