সকলকেই দেখি কতটা নীতিবান
ন্যায় টকশো
ন্যায় নীতিতে বাক্যালাপ সংলাপ
সত্যের ফুল!
ফোটানো সরাগমণ গোলটেবিল
পদপদবী গুণী!
এ'সমাজ যেনো তাদেরই পাড়ার
এক অভিন্ন চিত্ত।
দেশ বরেণ্য দেশরত্ন দেশ কতবাক্য
সয়লাভ কানবাজ।
ভারী হয় কর্ণভার ভাষা হয় সুখবর
নয়তো ঘৃণায় ভরা।
আমি আর কি বলবো দেখি ও বুঝি
ঐ'খানে বেমানান!
কে বেমানান বড়ই বেমানান আমার
আমি বড় অসহায়!
ঐ'সকল লোকেরা কি যে বলে সত্য
মিথ্যারই মারপ্যাঁচ।
আমি বুঝে উঠতেই ঢেড় সমালোচনা
কে কাকে করছে?
গোলটেবিল সরগরম ঐ'লোকগুলিও
কি জীবন সঠিক?
ওদের পাড়াতে খোঁজ-খবর নিয়ে বুঝি
ওরা সুশীল প্রকাশ।
আসলেই কি ওরা সুশীল সমাজ গুণি?
ওদের স্মৃতি শিশু;
কিশোর বাল্য শৈশব চরিত্র শিক্ষাগুণ
না ছিল আদর্শ?
না ছিল সমাজে ঘটে যাওয়া অন্যায়ে
প্রতিবাদী নিরপেক্ষ!
না ছিল নষ্টালজিতেও উত্তম সভ্যতার
সেই তারাই উচ্চবিত্ত।
ওরাই ক্ষমতা চায় সেই তারা মিথ্যাবুলি
ছাড়ে সমাজ মঙ্গলে।
আমি বড়ই নিরূপায় একা কে শুনবে
আমি কেন বলছি?
ঐ'সকল দেশ দরদী হয় কি করে দেশ
প্রেমের এক অনন্য?
অতিসাধারণ মনুষ্য দেশের স্বার্থ কাজ
সুযোগ উন্নয়ন মন।
আমি যে বড়ই একা বলে অনেকেই
কবিরা কলম যোদ্ধা!
প্রতিবাদী সমস্ত প্রতিকূলতায় কলম
কথা সত্য পথচলা।
যে কবি লেখেন সত্যেরই পথ চলতে
কলম শব্দের চাষ।
সেই আমরাও কি সত্যের পথে চলি
না পক্ষপাত তুষ্ট?
অভিন্ন আমার পক্ষ ভাই-বোন দলরা
তারা যাই করুক!
তাদের কোনই ভুল নেই; এমন কলম
যোদ্ধা কবিরা কি?
না আমি বড়ই একা একা হয়ে যাচ্ছি
বলতে পারছি না।
না পারছি না কাউকেই কিছু কি বলি
কাকে বলবো কি?
সকলেরই মাথায় দেখতে পাচ্ছি সয়ন
স্বপন আঁটি চিনা।
কারো মাথা নেই বোঝা ব্যতীত খালি
লোভ লোভ সকল।
কাকে কি করে বলি জ্ঞান বূদ্ধি যতটুকু
অর্জনে আল্লাহ সহায়!
দুনিয়ার মহতে মত্ত কেউ নারী; কেউ অর্থ
পরচর্চা সর্বত্রেই দেখা।
নিরপেক্ষতার বালায়ের লেশমাত্রও নেই
মানবতা কথা বলতে।
তারপরেও দেশ ও দেশ জনতা চলছে
এই ভাল আর মন্দের।
আমি লেখি ঐ'কবিতা যেখান নিরপক্ষ
আমার নিকট সঠিক।
তখন আমিও দেশ জনতা কল্যাণ চাই
যখন আমি সঠিক না!
সত্যের পথে অবিচল চলতে অক্ষম সে
মনটি কেমনে লেখি!
কোনটি সঠিক ও সত্যের কলম কাব্য
তাইতো আমি বোবা!
যত সময় এই দেশ সন্তানরা সুখ-দুঃখ
অভাব অনাটন জীবন!
কষ্টলব্দ চরিত্রগুণ উত্তম সুশিক্ষার্জন
ন্যায়ের জীবন গঠন!
বিধাতার প্রেরিত পবিত্র ধর্মাগ্রন্থ উত্তম
চরিত্র তৈরির একমত!
শিষ্ঠাচার আদর্শতা পরাপোকার হ্নদয়
নিজস্ব স্বার্থক অদেখা।
দেশ আমার আমি দেশ জনতার জন্য
দেশ আমার একচেনা।
চিরচেনা চিরসবুজ শ্যামল সব আমার
আমি ও আমরা এক।
জীবন জীবিকা পরিবার উত্তম কর্মার্জন
সেই সাথে কামনাদেশ।
সকল সেরার সেরায় ভূষিত সেই আমি
তখনই জনতা চাইলে!
আমি হবো জনতার কবি কলম চলবে
দেশ ও দেশ মনুষ্যতায়!
আমি তখনই কলম যোদ্ধার কবি হবো
তখনই সকাল আমার।
বিকাল সকল তরে সন্ধ্যার আভাস যে
রাত্রির আরাম যাপন।
সকল জনতা আমার এলাকার ঘুমায়
শত কষ্টের মধ্যেও।
দু'লুকমা ভাত মুখে পুতে চিবায়ে সেই
নেতার কথাই বলছি।
কে হবে সেই সৃষ্টজ্ঞান অর্জন অভিন্ন
চরিত্র গুণ অধিকার?
এসো আজ লেখি কলম যোদ্ধা সকল
বলবে কলম দ্বারা!
আমি ভাল সঠিক জীবন সুচিন্তিত এক
অতি উত্তম বুঝমান।
তোমরা করছো ভুল; এমনটি ঠিক নয়
এসো চলি শুদ্ধিতায়।
তবেই সঠিক পথ হবে তুমি উত্তম কর্ম
সদ্ চরিত্র গুণের।
কোথাও থাকবে না অসত্যের লেখায়
মত্তমন জীবন যাপন।
সেই কলম যোদ্ধা কবির প্রকাশ চাই
কোথায় আছে এমনরা?
কবি হতে বড় সাধ জাগে কলম যোদ্ধা
বলতেও বেশ আমিবেশ!
তাই আমি বোবার বেশে চলছি কে রয়
প্রকৃত মানুষ মনেরই?
এই ভাল আর এই মন্দের এক আমল
সেই নামায় কলম!
হতে পারে কি জীবন সুখ সুখি সমাধা
জীবন তটে দেখা?
সাময়িক মুখরোচক বাক্য কবুতর বুলি
প্রকৃত সাধ পায়কি?
তাই আমি বোবা! বোবা! বুদ্ধি থাকতে
অবুঝ এক নীড়ভাঙ্গা বিহঙ্গ উদাসিনরা
দল নেই পরিবার নেই সঠিক সন্ধান নেই
সত্যের পথে কেউ নেই যাও বা শুনি সব
এক সময় মিথ্যাই প্রকাশ পায় ওরা কি
আসলেই সঠিক পথের পথিক কথাকয়?
এতো প্রশ্ন আমার বিদ্ধ করে আমি বোবা
তাই আমি অবুঝ আমার কলম কোনো
গাঁধার ঘাড়ে ভর করে চলার কলম নয়!
************************
বাণী: জীবনে যখন হতে কিছুটা যখন বুঝতে শিখে ছিলাম। তখন হতেই যদি মানুষ শয়তানদের অপকর্মের প্রতিবাদ না করে চুপ বা বুবা ভান মনটিতে প্রকৃত সুশিক্ষা ও আসল মানুষ হওয়ার প্রত্যয় করতাম। তবেই নিজ ও সমাজকে কিছু দিতে পারতাম। তার মধ্য দিয়েও সুখকর শুভকর্মে যতটুকু সময় ব্যয়ে বিধাতা যা দান করেছেন। তার বিনিময় জীবন কিছুটা হলেও নিজ কল্যাণসহ দেশ ও দশের কল্যাণ বয়ে আনতে পেরে ভাগ্যবান মনে করছি। এমন জীবনই কাম্য। অহেতুক প্রতিবাদী সেটা কোন সুফল হতে পারে না। যেখানে ব্যক্তি লোভ-লালসা নিহত রয়।