আমি কি আমার মধ‍্যে যদি থাকি
সেই মানুষ আমিসকি করে হই!
মানবতার কবি এ'ধরণীতে বলি
শুনতে ও জানতে চাই কে আমি?

নিজেকে জানা; নিজকে গড়তেই
শত কঠোর পরিশ্রম করা চাই।
যখন মানুষ নিজকে জানতে শিখি
আর সেই মানুষ তখনই বিদ‍্যান।

বিধাতার বিধান তারাই মান‍্য করে
নিজকে চেনার মধ‍্য দিয়ে বুঝ!
আমি কে আমাকে উত্তম ও অপূর্ব
মন মানসিকতা গড়তে পারা।

আর সেই মানুষ আমি তবেই সেরা
কিছু কথা বলা যায় কিছু নয়!
প্রকাশ ভঙ্গি ভিন্ন মুখে নয় অর্জনেই
দৃষ্টি পরিবর্তন আমি সর্বত্র জয়।
*********************
বাণী: আমি তখনি নিজের কাছে আপন। যখন সত‍্য নিষ্ঠায় জীবনটাকে সাঁজাতে পারবো। সেই মন মানসিকতায় জীবনটা পরিচালিত হতে আমি আমাকে প্রচেষ্টা অব‍্যাহত রাখতে সক্ষম হবো। আরতখনই আমি সকল মধ‍্যে সেরার সেরা। জয় বিজয় অনন‍্য মন মানসিকতা অপূর্ব মানুষ হতে পারা।