আমরি বাংলা ভাষা
আমি বাঙ্গালীসন্তান
এই দেশটি আমার
ভালোবাসী দেশকে।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসী।
সবুজ-শ্যামলে ঘেরা
সোনালী রোদ্র হাসী!
সোনার ফসল ফলে
প্রকৃতি ছড়িয়ে বৃষ্টি!
মানব সেবায় স্বাক্ষর
অবদান সর্বসেরা মান।
আমার ভাষা বাংলা
ভালোবাসী এই দেশকে।
প্রাণ বাজি রাখি
সদা সর্বোজন সর্বাগ্রে।
****************
বাণী: ভালোবাসী সহজ! ভালোবাসায় চিরস্থায়ী মন-প্রাণ-হ্নদয়-আত্মা-অস্তিত্ব বজায় রাখা খুবই কষ্ট সাধ্য ব্যাপার। আর যখন যে সকল মানুষেরা একত্ত্বতা প্রকাশ করতে পারবে। সেই মানুষেরাই দেশ প্রেমিক। দেশ সেই সখল সন্তানদের আপন করে চায়।