ভাবনা আমায় রয় এ'দেশ জনতার তরে
জনতা হয় যদি দেশ প্রেমিক।
চিন্তা করে যদি নিজের প্রতি ভালোবাসা
একে অপর জানতে পারাটা।
আর সেই ভাবনা আমায় ভর করে হৃদে
গভীর ভাবে অপূর্ব চেতনায়!
আমরা মানুষরা মানুষ হয়ে কেমন করে
চলি করি কর্ম অসভ্যতা মন?
কথা রয় মানুষ মানুষের তরে এ'ধরণী
তবে কেন মহা ভুল অকর্ম!
এক মানুষ অপর মানুষরা করছি অধর্ম
বেঈমানী ঠকানো অপকর্ম।
কেন'রে মানুষ হয়ে হচ্ছি অমানুষ স্বভাব
নিজেরটা ঠিক বুঝি অশুদ্ধে।
পরেরটা নিজ মনে করে করি আপনত্ব
হয় কি করে শুদ্ধ ঐ'মনুষ্যত্ব?
জীবন চলার পথে অনেক লোক সাক্ষাৎ
মুখে যা বলে করণে আরেক।
হতাশা ভরা মনটি খুবই চলমান শক্তির
সেই মন কেন করি ভন্ডামী?
কোথায় যেন শংঙ্কা এই ভালো এই মন্দ
এই হাসী আর খুঁশি উল্লাস!
কত সুখ ভরা জীবন চলা হঠাৎ দুঃখ দেখা
আমায় খুব ভাবায় মনুষ্যত্ব।
×××××××××××××××××××××
বাণী: মানুষ সত্যই খুবই অসহায়। আর অসহায়কে জ্ঞানদ্বারা জয় যারাই করতে পারবে। সেই সকল মানুষেরাই দীপ্তমান সুখ জীবন লাভে ধন্য হতে পারে। অন্যথায় ব্যবিচারী মন নিয়ে জীবন যাপন ছাড়া আর কিছুই নয়।।