আমার স্বপ্ন এই দেশকে ভালোবাসা ছিল অহংকার
তাই তো আমি মনে প্রাণে ভালোবাসী এ'দেশকেই।
এই দেশ আমাকে কি দিয়েছে, সেটা বড় কথা নয়
আমি দেশকে কি দিতে পারলাম, সেই চেতনা বড়!
তবুও অস্বীকার করবো না; এই কি দিয়েছে আমায়
দিয়েছে অনেক কিছুই; পেয়েছি স্বাধীন রাষ্ট্রে জন্ম।
স্বাধীনতা লাভ প্রাপ্তি এই দেশটিতে অহংকার ভরা
অনন্য শোভায় শোভিত সবুজ-শ্যামলে নদী মাতৃক
অপূর্ব-সুন্দর নীলাকাশের নিচে পথ চলছি এ'ধরা।
এই দেশের সবুজ ফসলের মাঠ আমার অহংকার
প্রেমে পড়েছি শতবার এই স্বাধীন বাংলাদেশেরই!
মাটির প্রতি আত্মঃনির্ভরতা স্বাধীনতা পূর্বক অর্জন
দেশাত্মাবোধক দেশ প্রেম মাতৃভাষা অধিকার জয়।
পশ্চিমাদেশ বর্বরতা জাতির হাত হতে রক্ষা ছিল
আমাদের প্রজন্মের বড় অর্জন দেশ প্রেম মাতুত্ব।
তাই তো আত্মঃত্যাগ প্রাণ পণ যুদ্ধে বিজয় দেশ
অহংকার আমার আপনার সকলেরই বাংলাদেশ।
এই দেশ খুবই ভাল একটি দেশ; যেমন বসবাস
উপযোগী! তেমনি আবহাওয়া অনুকূল পরিবেশ।
আতিথীয়তায় আপনত্বের মানবতা ভরা চমৎকার
এ'বাংলাদেশটি আমার প্রিয় স্বপ্নে ভরা অহংকার।
চলমান