আমার হ্নদয়ের কথা বলতে চাই
আমি কেমন মানুষ জানাতে চাই।
কাকে জানাবো কে আছে এমন?
আমাকে বুঝতে পারবে সেই জন!

কে কোথায় আছে ভালো মানুষ!
মানুষ মানুষকে বলতে দেখি কয়;
দেশে ভালো মানুষ নেই দেখা দায়
সেই অনুপ্রেরণায় সভ‍্যতা মন মধ‍্য।

পুষে চলছি সর্বোক্ষণ তবুও কাউকে
কি আছে বিধাতার প্রতি ভক্তি মন?
একনিষ্ঠ কর্তব‍্য পরায়ণ আদর্শ ভরা
সেই লোকেরা খুঁজবে সত‍্য আমায়?

সারাটি জীবন চলছি সঠিক পথ সন্ধান
শতশত বদমাহিশদের সহিত কর্ম করি;
কোন শয়তান লোকেরাও বলতে পারে
না করেছি কোন মন্দ লোভ পরঠকানো'

কর্ম-কান্ড। তবূও কি রেহাই পেয়েছি ঐ'
বদমাহিশ সর্বোনাশাদের হতে রেহাই।
ওরা মানে না ধর্মের দোহাই ধর্ম কথা
মুখে বলে করে অন্তরে ভন্ডামী মুখোশ'

পরিহিত খোদার গজব ওরাই প্রাপ্তিতে
করছে খেলা মানুষ নাম অপবিত্র মন।
ওরাই বলে থাকে ভাল মানুষ পাওয়া
বর্তমান একাল সেকাল খুব কষ্ট কর।

ভালো মানুষের সন্ধান দিতে হাজার
কষ্ট মাথায় চেপে পথ চলে আসছি।
এ'ধরায় যেন শূন‍্য হাহাকার ভদ্রতায়
কষাঘাত এতো আঘাত ভাল পোষণ।

তবুও কেউ গ্রহণ করতে চায় না কেন?
আমি কবি বলছি মানুষ বড় মিথ‍্যুক!
জাহান্নামী পাপিষ্ঠ জীবন মন প্রাণ চল
মুখে বলে সভ‍্যতা চাই অন্তর পাপপথ।

এই হল আমরা মানুষ নাম জব সেরা
উৎফুল্ল জীবন করছে হাসি মস্কড়ায়।
কখনো করিনি মানুষ হয়ে মানষ ক্ষতি
যতটুকু পেরেছি কল‍্যাণ করেই চলছি।

তবু মানুষের কাছে নেই কোন মর্যাদা
তাহলে বলি কোথা মানুষ চায় সভ‍্যতা?
আমার প্রাণ কান্নায় ভেঙ্গে জারে জার
বিধাতায় ফরিয়াদ কেন এ'নিয়ম চল?
চলমান