আমার আমার একান্তই নিজস্ব
আমার আমি আমাকে চিনিনি।
চিনতে পারিনি কখনো নিজকে
নিজের চরকায় তেল না দিয়ে!

দিয়েছি কতশত মানুষের জ্ঞান
প্রকৃত পক্ষে নিজে হয়েছি জ্ঞানী?
অর্থ নষ্ট ব্রেন নষ্ট অন্ধকার প্রাণ
নিজ আলোর মুখ দেখা অভয়।

আলোকিত করেছি যাদের দেখা
তাদের কর্ম-কান্ড সাক্ষাৎ প্রকৃতই
কি ঐ'সকল মানুষ হয়েছে মনুষ‍্য?
দেখে হলে মুসকি হাসে হেলায়।

অথচ সুবুদ্ধি অভয় মনোবল বৃদ্ধি
করেছি যেমন বুদ্ধি দ্বারা তেমনি
কম-বেশী অর্থ সুপরামর্শ দিয়েও
কই কতটা কৃতজ্ঞতা প্রকাশ রয়?

মানবতার কথা শিষ্ঠাচারের কথা
বিধাতার বিধানের কথা ধর্মীয়!
সুশিক্ষা মানুষ মানুষের জন‍্য কথা
কোথায় সেই মানবিকতা মানুষরা?

আসলেই কি মানুষ ঠকবাজ স্বার্থ
ব‍্যতিত বোঝে না মোটেই এ'ধরা?
আল্লাহ্ মানুষকে কি বলেছেন সেই
ধর্ম জ্ঞান অর্জন চলমান কি মানুষ?

ধর্মের জায়গা ধর্ম আর অমনুষ‍্যতা
পরিচয় বহণ চলছি মানুষ আমরা!
সেই মানুষরা আবার বিধাতার দয়া
চাই কোন নেশায় কেমন করে বিজ্ঞ?

পশু-পাখিও আপন পর চেনে আর
আমরা মানুষ আশরাফুল মাখলুকাত
সৃষ্ঠির সেরা জীব হয়েও হচ্ছি বেহুশ!
দিশেহারা দিকহারা বিহঙ্গ দল সেরা।
**********************
বাণী: হে আল্লাহ্ মানুষকে সেই জ্ঞান দান কর। যেন সেই জ্ঞান বুদ্ধি দ্বারা প্রকৃত মানুষ আশরাফুল মাখলুকাত হতে পারে। নয়তো তোমার সৃষ্ঠির সেরা জীবসআশরাফুল মাখলুকাত না হয়ে হবো আমরা জ্ঞান পাপী সেরা মানুষ রূপী পশু।