আমি কবিতা লেখি শিশু-কিশোর-কৈশোর-
আবাল-বৃদ্ধ-দেশ-জনতা-প্রকৃতি-প্রাকৃতিক-
জীব-বৈচিত্র সমস্ত চেতনা অনন্য অসাধারণ
বিধাতার দয়া রহমত আগমন এ'ধরণীতে!
কত দরদ মাখা মায়ামমতা ভরা মনোমুগ্ধ
পুলকিত পুলক ফুলেল শোভা শোভিত এক
অতিচমৎকার মননশীলতা শত দুঃখ-কষ্টের
জীবন একনিষ্ঠতা চল মন মানষিকতা ধীর!
কেমন করে আল্লাহ্ এনেছেন জীবন সুন্দর
মহত্ত্বতা ভরা সৃষ্টিকর্তাই যেন নিজ হাতেই'
প্রশান্তির সুখ পরশ দিয়েছেন আমায় শুধুই
এই দু'টি হাত পেতে ফরিয়াদ বিধাতাতেই।
প্রকৃতই আমার জানা রয় শ্রম-বিনিময়েই
সত্য সঠিক জীবন সুখ ঠিকানা দেন উনিই'
যিনি সৃষ্টি করেছেন দুনিয়া আখেরাত সব
মানুষ কর্ম বসবাস জ্ঞানার্জন সুখ বিচরণ!!
জীবন চলারই পথে কাউকে কিছু করাটা
নয়তো বড় কথা। নিজকে সত্য-নিষ্ঠা চল'
নিজ হতে মানুষ হয়ে মানুষকে উপদেশায়
সদা-সত্যের ছায়াতল বিধাতার অবদান।।
সেই প্রেরণায় অনুশাসন নিজ হতেই এক
সৃষ্টিকর্তার সুশিক্ষা ধর্মীয় চেতনা মুগ্ধকর'
সেই জীবন যতই আসুক বাঁধা-বিঘ্ন-নেই
কোন ভয় করিনি কখনো ভয় অকর্ম হ্নদ!
শত্রুরা শয়তান শ্রুতে আসে ক্ষতি করতে
হাতায়ে নিতে অর্থ কড়ি অপমান অপদস্ত'
কত না করে ধর্মীয় লেবাজ মুখোশ ধারণ
বিশ্বাস-ঘাতকতার কত রকম ছল-চাতুরী!
নানান বাহানায় ঠকায় ঘোর জোট ভন্ডরা
তবুও কখনো বিধাতা শয়তানকে দেয়নি'
বিজয় মাল্য পরিধান কোন কালই এ'ধরা
যতই বদমাহিশরা করছে তন্ত্র-মন্ত্র নয়ভৃতি!
বিধাতার প্রতি আরো পূর্ণ আস্তা জন্ম শত
হাজার হাজার কোটি কোটি এ'ধরণী চল।
তাই তো বলি বলে যেতে চাই জীবনটিতে
ঘটে যাওয়া সমস্ত তথ্য কল্যাণ মানুষপ্রতি।
সেই ভাবনায় উন্নত মন-মানসিকতা পেতে
মানুষ রূপ অপূর্ব বিদ্যতা পূর্ণ ধীর মনোবল'
হে আল্লাহ্ তুমিই মহান সর্বশক্তিমান এক-
অদ্বিতীয় ভরসা তোমাতেই মহান দয়াময়!
একমাত্র আল্লাহ্ ব্যতিত মানুষ কখনো কি
পারে মানুষকে সুখ দিতে? না পারে না!!
বয়সটি কম হয়নি অভিজ্ঞতা অনেক ধরায়
বহুলোক বিধাতার নাম নিয়ে মুখোশ ধরা।
ভালো মানষিকতার আড়ালে করে খেলা
লোভ-লালসা-ধ্বংস-লীলা-একে-অপর-
ক্ষতি-অপমান-অপদস্ত-নানান-ফন্দি-মন্ত্র
পরিনতি কি লাভ হয় ঐ'সকল সর্বগ্রাসী?
সেই অনুশাসন হতে মানুষ কর্মফল যদি
না হয় ভাল। সঙ্গ যদি দেখা পায় ভন্ডামী।
আর মন যদি বসে যায় একসঙ্গী সঙ্গদল
কর্ম চলে যায় ভন্ডামী সেরা মানসিকতা।
ঐ'রকম কর্মবিফলতা সারে সর্বনাশ মনটি
আর কখনো সেই মন ফিরে আসে না'রে!
সেই মন অপরাধ জীবন চলার পথ কখনো
পায় না বিধাতার দয়া সুন্দর কর্মফল মনুষ্য!
তাই তো আমি লেখার মধ্য দিয়ে জানায়ে
দিয়ে যেতে চাই। আমরা মানুষরা বড্ডবেশী
অসহায়ত্ব পরনির্ভরশীলতার অসহায় মানুষ।
মানবতাবাদী ও জীবনমুখীর লেখি কবিতা।
*************************
বাণী: মানুষের মন একবার অপরাধ প্রবণাতায় রত হলে। সেই মন অপরাধ না করলে ঐ'মন শান্তি পায় না। যতক্ষণ না পর্যন্ত শেষ পরিনতি কঠোর শাস্তি ভোগ না করে। তাই মানুষকে সব সময় বিধাতার বিধানের বাতায়ে দেওয়া সুন্দর মন-মানষিকতা পরিচয় চলাটাই সর্বোত্তম। অন্যথায় সুন্দর জীবন কাম্য হতেই পারে না।