ঐ'সেই ছোট্টবেলা হতেই দেখে এসেছি কষ্ট কি
কেমন করে কষ্টে পড়ে; কিসে কষ্ট দেখা দেয়।
সেই থেকে মনটি আমার পড়ালেখা পাশাপাশি
কর্মধীর পরিকল্পনা চেতনা যেন দেয় না দেখা!
অভাব অর্থ খাওয়া বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান
আপন জনারা যেন হতে পারে অভাব অভয়মুক্ত।
একে অপর প্রতিবেশীরাও যেন হয় সুন্দর সুসীল
অর্থের অভাবে চিকিৎসা করাতে অপরাগতা ভর।
তাই তো আমি কি পেয়েছি না পেয়েছি সে'টা নয়
বড় কথা; আপন পর যে যেখানে প্রকাশ করেছে'
আমি যদি পেতাম একটু সহযোগিতা উপকার হত
বেশ তো আমার; এমন কথা দরদ মাখা ভিজায়।
কম আর বেশী দিয়েছি উজার করে নিজ তফিল
সবটুকু খালী করেই। আসলে তারা কি সাহায্য
পেলে উপকৃত হয়ে মনে রেখেছে কি এ'সমাজে?
যতোই পেয়েছে ততোই শুনতে পাই এতোটুকুতে
কি হয়? না পেলেই হতো ভাল। কাজের কাজও
হল না। অথচ দেনা হয়ে রইলাম কি যে করি?
এই হল আমরা মানুষ জাতি সভ্যতার বিকাশে
উদভট উড়ন চন্ডালী উপকার অস্বীকার অপদার্থ।
চলমান