অনেক সময় বলে থাকি আমাদের
কখন বলি কেন বলি?
জানার আগ্রহ তাই জিজ্ঞাসা শতক
কত ভুল করি আমরা।

আমাদের নিয়ে যত সব করি বড়াই
এটা ওটা ঐ'টা সবই!
দুনিয়াটাই মনে হয় আমাদের জন‍্যে
বিধাতা সৃষ্টি করেছেন।

এই নিয়ে বহু অহংকার আমরা পরাজয়
আমাদের তাপেদারীতে।
আসল কথাটি কি জানি সময় কথা বলে
কখনো সখনো সব পর!

থাকে না আমাদের বলতে তেমন কেউ
এ'ধরণী বড় স্বার্থ ভরামন।
স্বার্থ পাগলেরাও এক সময় তারাও একা
তার পরও অবুঝ স্বার্থচোখা।

আমি আমরা তুমি তোমরা সবাই একই
আমাদের মধ‍্যে বসবাস সর্বত্র।
একই রবিশষী শীতাপ খোদা সকল এক
বাহ‍্যিক কিছু পার্থক‍্য রঙ-বেঙ!

তাছাড়া সবই এক এই ধরণী ধরাধমের
কখনো করবে না মন পার্থক‍্য।
সেই মনই আমাদের চাই তাই দরকার
তবেই সবই আমাদের আমরা।

নয় তো শূন‍্য গোয়াল গরুচাড়ানো সমান
না গিরোস্ত সুখি না পশু রক্ষা?
আমি আর তুমি আমরা আমাদের যারাই
হই না কেন; মানুষ হতে হবে।

তবেই গজৎখানা সবাই সকল তরে এক
কেউ নয় তো পর আমি আমরা।
উত্তম মন সুন্দর মানসিকতা পরিচয় খুঁশি
এহকাল পরকাল সর্বত্র বসবাস।
************************
বাণী: আমার আমাদের বলতে সত‍্যই এক সময় কিছুই থাকে না। সেই জন‍্য দুনিয়াতে মানুষ হিসাবে দরকার উত্তম চরিত্র গুণের হওয়া। কর্ম জীবন ধর্মীয় জীবন বসবাস জীবন হওয়াটা বড়ই দরকার সততার বলে বলিয়ান। যা থাকবে শুধু স্মৃতির পাতায় অনন‍্য শোভায়। তবেই আমাদের কথাটি বলাটা শ্রেয়। অন‍্যথায় বলা বাহুল‍্য।