কবিতা লেখি কতটা হয় কবিতা
অর্থবহ হয় কি না!
তবু লেখি আমি মন হতে কবিতা
কবিতা লেখা চাই!

এমন একটি কবিতা সব অর্থবহ নয়
কবিতা লাইন সব..
নয় তো ছন্দ সূর তাল বেহালাবস্থা
তাতে কোন দুঃখ নয়!

কবিতা লেখায় থাকতে হবে অর্থবহ
সকল লাইন শব্দ মালা..
যদি অর্থবহ নাও হয়ে থাকে তাতে কি?
একটি শব্দবার্তা অর্থবহ..

হলেও স্বার্থকতা লাভে ধন‍্য হয়ে থাকে
কবিতা পাঠক-পাঠিকারা।
তেমন কবিতা চাই লিখতে এ'সমাজ
তবেই কবিতা স্বার্থক পায়।
*********************
বাণী: কবিতা তখনই কবিতা লাভে ধন‍্যতা পাবে। যখন একটি কবিতার লাইন গুলির মধ‍্যে সামান‍্য একটি শব্দও যদি অর্থবহ হয়। আর সেই অর্থবহ শব্দ হতে পাঠক-পাঠিকা জ্ঞানার্জন করতে পারে। তবে সেই অর্থবহ শব্দার্থটাই প্রকৃত কবিতা রচনা কবির স্বার্থক কবিতা লেখা।